সেরা মোবাইল - ১৫ থেকে ২০ হাজার টাকার ফোন ২০২৩
আপনি হয়তো কম টাকার মধ্যে একটি ভালো ফোন কিনতে চান। কিন্তু আপনি সেই ফোনগুলো খুঁজে পাচ্ছেন না? আজকের এই আর্টিকেল থেকে আপনি জানতে পারবেন সেরা মোবাইল এবং ১৫ থেকে ২০ হাজার টাকার ফোন ২০২৩।
পোস্ট সূচিপত্রঃআজকে যে পাঁচটি ফোন নিয়ে আলোচনা করবো, এই পাঁচটি ফোন আপনার গেমিং এর পাশাপাশি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ইত্যাদি সম্পর্কে খোলামেলা জানতে পারবেন। যে পাঁচটি ফোনগুলো নাম্বার ১ থেকে ৫ পর্যন্ত রেখেছি সেগুলো হল- (১) REALME 10, (২) REDMI 11 PRIME, (৩) INFINIX NOTE 30, (৪) REALME 11X (5G), (৫) REDMI 12।
REDMI 12
প্রথমে আমরা জানবো মোবাইলে কনফিগারেশন- মোবাইলটিতে রয়েছে ফুল HD প্লাস রেগুলেশন সম্মিলিত 90 HZ রিফ্রেশার দিয়ে, 6.79 "IPS LCD প্যানেলের ডিসপ্লে । প্রসেসর হিসেবে রয়েছে MEDIATEK HELIO G88 । লেয়ার প্যানেলের রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ।
ফ্রন্ট প্যানেলের রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রেম হল 8 GB LPDDR 4X ক্যাটাগরি, স্টোরেজ হল 256 GB। ব্যাটারি হলো-5000 মিলিয়ন এম্পিয়ার এবং মোবাইলটি সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির বর্তমানে OFFICIAL প্রাইজ 18999 টাকা।
মন্তব্য
এই ফোনটি সিলেকশনের অন্যতম প্রধান কারণ হলো-এই ফোনটার স্টোরেজ ক্যাপাসিটি যেমন ভালো, ফোনটার গেমিং পারফরমেন্স যদিও এটি MEDIATEK HELIO G88 এটি একটি পুরাতন প্রসেসর। ফোনটি স্টেবল প্রসেসর তার পাশাপাশি ফোনটার ফটোগ্রাফি পারফরম্যান্স যথেষ্ট ভালো। এই ফোনটা সব থেকে ভালো দিক হলো এই ফোনটার ডিসপ্লে।
এই ফোনের ডিসপ্লে কালারটা অনেক ভালো, যারা মিডিয়া কনজিউম করেন এবং ভিডিও দেখেন বা হালকা পাতলা গেমিং করেন। যদি কালার ACCURACY সেটা বেশি প্রয়োজন হয়। তাহলে এই ফোনটি ব্যবহার করে আপনারা অনেক অনেক মজা পাবেন।
REALME 11X (5G)
প্রথমে আমরা জানবো মোবাইলের কনফিগারেশন- মোবাইলটিতে রয়েছে ফুল HD প্লাস রেগুলেশন সম্মিলিত 120 HZ রিফ্রেশার দিয়ে 6.7" IPS LCD প্যানেলের ডিসপ্লে । প্রসেসর হিসেবে রয়েছে DIMENSITY 6100 প্লাস প্রসেসর। লেয়ার প্যানেলের রয়েছে 64 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। ফ্রন্ট প্যানেলের রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
রেম হল 6 GB LPDDR 4X ক্যাটাগরি, স্টোরেজ হল 128 GB USF 2.2 ক্যাটাগরি। ব্যাটারি হলো-5000 মিলিয়ন এম্পিয়ার এবং মোবাইলটি সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির বর্তমানে প্রাইজের কথা বলি তাহলে 6GB RM 128GB স্টোরেজ এর দাম হল 20000 টাকা থেকে 21000 টাকার মধ্য এবং 8GB RM 128GB স্টোরেজ এর দাম হল 23000 থেকে 24000 টাকার মধ্য।
মন্তব্য
এ ফোনটা নেওয়ার অন্যতম কারণ হলো-এই ফোনের গেমিং পারফরম্যান্স যথেষ্ট ভালো এবং যদি তার পাশাপাশি ক্যামেরার পারফরমেন্সের কথা বলেন দাম অনুযায়ী অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করে এই ফোনটি ভালো লেগেছে।
আরে ফোনটি দিনে- দিনে ব্যবহার করে আমাদের অনেকটাই ভালো লেগেছে যেহেতু এই ফোনটির ডিসপ্লে বড়। যারা ভিডিও দেখতে পছন্দ করেন এবং যারা একটু বড় ডিসপ্লে তে গেমপ্লে করতে পছন্দ করেন। আশা করি তাদের কাছে এই ফোনটি অনেক ভালো লাগবে।
INFINIX NOTE 30
প্রথমে জানবো এই মোবাইলের কনফিগারেশন- মোবাইলটিতে রয়েছে ফুল HD প্লাস রেগুলেশন সম্মিলিত 120 HZ রিফ্রেশার দিয়ে 6.78" IPS LCD প্যানেলের ডিসপ্লে ।
প্রসেসর হিসেবে রয়েছে MEDIATEK HELIO G99। লেয়ার প্যানেলের রয়েছে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। ফ্রন্ট প্যানেলের রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রেম হল 8 GB LPDDR 4X ক্যাটাগরি, স্টোরেজ হল 128 GB।
ব্যাটারি হলো-5000 মিলিয়ন এম্পিয়ার এবং মোবাইলটি সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির বর্তমানে OFFICIAL দাম হল- 18999 টাকা।
মন্তব্য
এই ফোনটি নেওয়ার প্রধান কারণ হলো-খুবই রেয়ার কিছু ফোন আসে অফিসিয়ালি যেগুলো অনেক ভালো হয়ে থাকে। আমরা অনেকে রেডমি নোট সিরিজের ভালো ভালো ফোন দেখতাম কিন্তু এই বছরে সে ভালো ফোনটাই ইনফিনিক্স নিয়ে এসেছে INFINIX NOTE 30 এই ফোনটাতে।
সাধারণত আমরা টেকনো, ইনফিনিক্স ফোনগুলি বেস্ট ফোনের মধ্যেও রাখিনা। কিন্তু এই INFINIX NOTE 30 ফোনটি ব্যবহার করে অনেক ভালো লেগেছে। এবং খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে এজন্য এ ফোনটি রেখেছি। আপনারা যারা গেমিং পছন্দ করেন তারা অনায়াসে এই ফোনটি নিতে পারেন। এবং যারা হালকা পাতলা ফটোগ্রাফি করেন তাদের কাছে ফোনটা অরজিনালি ভালো লাগবে।
REDMI 11 PRIME
প্রথমে জানবো এই মোবাইলের কনফিগারেশন- মোবাইলটিতে রয়েছে ফুল HD প্লাস রেগুলেশন সম্মিলিত 90 HZ রিফ্রেশার দিয়ে 6.58" IPS LCD প্যানেলের ডিসপ্লে । প্রসেসর হিসেবে রয়েছে MEDIATEK HELIO G99। লেয়ার প্যানেলের রয়েছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ।
ফ্রন্ট প্যানেলের রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রেম হল 6 GB LPDDR 4X ক্যাটাগরি, স্টোরেজ হল 128 GB। ব্যাটারি হলো-5000 মিলিয়ন এম্পিয়ার এবং মোবাইলটি সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির UN OFFICIAL দাম হল- 15000 থেকে 16000 টাকার মধ্য।
মন্তব্য
এই ফোনটা সত্য কথা বলতে মানে গেমিং বলেন ফটোগ্রাফি বলেন overal খুবই ভালো যদি আমরা প্রাইজ হিসেবে দেখি। এবং ডিসপ্লে কোয়ালিটি 16 হাজার টাকার ফোন হিসেবে অনেকটাই ভালো। আপনারা চাইলে অনায়াসে ফোনটি নিতে পারেন। আমার মতে যে কোন ফোন নেওয়ার আগেই খুব ভালোভাবে দেখে নিতে হবে।
REALME 10
প্রথমে জানবো এই মোবাইলের কনফিগারেশন- মোবাইলটিতে রয়েছে ফুল HD প্লাস রেগুলেশন সম্মিলিত 90 HZ রিফ্রেশার দিয়ে 6.4" SUPER AMOLED প্যানেলের ডিসপ্লে । প্রসেসর হিসেবে রয়েছে MEDIATEK HELIO G99। লেয়ার প্যানেলের রয়েছে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ।
ফ্রন্ট প্যানেলের রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রেম হল 8 GB LPDDR 4X ক্যাটাগরি, স্টোরেজ হল 128 GB UFS 2.2। ব্যাটারি হলো-5000 মিলিয়ন এম্পিয়ার এবং মোবাইলটি সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির দাম হল- 20000 থেকে 21000 এর মধ্যে। এইটা UN OFFICIAL দাম যেহেতু দাম চেঞ্জ হয়। কেনার সময় আপডেট দাম টা জেনে নিতে হবে।
মন্তব্য
এ ফোনটা নেওয়ার প্রধান কারণ হলো- এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো এবং সাথে গোরিলা গ্লাস ফাইবার প্রটেকশন রয়েছে। এবং ফোনটার ক্যামেরা পারফরম্যান্স বলেন গেমিং পারফরম্যান্স বলেন এই দামের ভেতরে আমাদের সবচেয়ে ভালো লেগেছে তাই এইটা এক নাম্বারে। রাখা হয়েছে।
লেখক এর মন্তব্য
প্রিয় গ্রাহক, ”আশা করি আপনাদের দামের মধ্যে সেরা পাঁচটি ফোন সম্পর্কে খুব সহজভাবে ধারণা দিতে পেরেছে। এবং এই ফোন ব্যবহার করে আপনাদেরকে সঠিকভাবে ধারণাটি দিতে পেরেছি। আশা করি আপনি উপকৃত হয়েছেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ”।
A2Z ফিউচারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url