মোবাইল ট্রিকস - মোবাইলের প্রয়োজনীয় টিপস ২০২৩

একটি স্মার্ট ফোন দিয়ে আপনি কোন কাজগুলো করেন? হয়তো স্মার্ট ফোন দিয়ে আপনি কথা বলেন ছবি তুলেন বা ইন্টারনেট চালান। কিন্তু এর বাহিরেও স্মার্টফোন দিয়ে অনেক কিছু করা যায়। হয়তো সেগুলো আপনি জানেন না।
পোস্ট সূচিপত্রঃআজকের আর্টিকেল থেকে আপনি স্মার্টফোনের মোট দশটি ট্রিক্স সম্পর্কে জানতে পারবেন, যেগুলো আপনি ব্যবহার করতে পারেন এবং নতুন অনেক কিছু শিখতে পারেন।

ভূমিকা

আমাদের ফোনে আমরা নতুন কিছু করতে চাই যেগুলো অন্যান্য ফোনে নেই। এবং নতুন নতুন ফিউচার ব্যবহার করতে চাই। আজকের আর্টিকেল থেকে আপনি যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন সেগুলো হল-
  • এসএমএস কেউ Unsend করলে আপনি সেগুলো দেখতে পারবেন
  • ফোনে ফিঙ্গারপ্রিন্ট এর সমস্যার সমাধান
  • ফোনের নেটওয়ার্ক সমস্যার সমাধান
  • ওয়েবসাইট সিকিউর আছে কিনা জানতে পারবেন
  • মোবাইলে ক্যামেরা ছবি তোলারয় এক্সপার্ট হতে পারবেন
  • একটি আঙ্গুল দিয়ে গুগল ম্যাপ দেখতে পারবেন
  • হাত না দিয়ে মোবাইলের পাসওয়ার্ড খুলতে পারবেন
ট্রিক্স নাম্বার ১
আপনি দেখে থাকবেন অনেকেই whatsapp বা messenger বিভিন্ন এসএমএস গুলো Unsend করে দেয়। কিন্তু আমরা তখন সে এসএমএস গুলো দেখতে পারিনা। কিন্তু আপনি যদি সেই লেখাগুলো দেখতে চান সেটা খুব সহজেই দেখতে পারবেন শুধুমাত্র একটি কাজ করে।

প্রথমে চলে যাবেন আপনার মোবাইল সেটিংসে। তারপরে খুঁজে পাবেন নোটিফিকেশন এবং স্ট্যাটাস বার তারপর সেখানে আপনি নোটিফিকেশন হিস্ট্রি বার দেখতে পাবেন ওখানে ক্লিক করুন। তারপর নোটিফিকেশন হিস্ট্রি বার অন করুন।



মেইন কথা আপনাকে নোটিফিকেশন হিস্ট্রি খুজে নিতে হবে। এটি আপনি সার্চ বারেও সার্চ করে খুঁজে নিতে পারবেন। শুধুমাত্র নোটিফিকেশন হিস্টোরি টা অন করে দিন তাহলে এখন থেকে আর একটা নোটিফিকেশনও মিস যাবে না।

মনে রাখবেন অনেক মোবাইলে অনেক সেটিং খুজতে হতে পারে বা অনেক অপশন হয়ে থাকে। তাই মূলত আপনি সহজ ভাবে না পেলে সার্চ করে খুঁজে নিতে পারেন।

ট্রিক্স নাম্বার ২

অনেক সময় আমাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট কাজ করতে চাই না। বিশেষ করে ডিসপ্লের উপরে যেগুলো ফিঙ্গারপ্রিন্ট এবং সাইডবারে যেগুলো ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেগুলো কাজ করতে চাই না।

তো ফিঙ্গারপ্রিন্ট ঠিকভাবে যদি কাজ না করে তাহলে আপনি এখন কি করবেন? ফিঙ্গারপ্রিন্ট যদি ভালোভাবে কাজ না করে তাহলে আপনি যে কাজটা করবেন।

সেটিংসে যাওয়ার পরে আপনাকে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সেটিংসে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি দেখবেন যে কয়েকবার আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারছেন। বা নতুন করে অ্যাড করার সুযোগ থাকছে।


এবং যে আঙ্গুল দিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট খুলছেন সে আঙ্গুল দিয়ে ঠিক করে ২-৩ বার ফিঙ্গারপ্রিন্ট দিন। এরপরে দেখবেন আপনার ফিঙ্গারপ্রিন্টে আর কোন সমস্যা হচ্ছে না। এবং অনেক ভালো ফলাফল পাবেন।

ট্রিক্স নাম্বার ৩

যদি আপনি কোথাও গিয়ে থাকেন, দেখবেন যে অনেক স্থানে আপনি নেট পাচ্ছে না বা ডাটা কানেকশন কোনটাই পাচ্ছেন না। তখন শুধুমাত্র সহজ একটি কাজ করবেন তাহলে আপনার নেট বা ডাটা কানেকশন চলে আসবে। আপনার মোবাইলের Aeroplane Mode কিছুটা সময় বন্ধ রেখে আবার চালু করুন। তাহলে দেখবেন আপনার মোবাইলের নেট এবং ডাটা সমস্যা দূর হয়ে গেছে।


তবে যদি সেই স্থানে মোটেও নেট নেই তাহলে নিশ্চয়ই কাজ করবে না। কিন্তু ঐ এলাকায় নেট আছে কিন্তু আপনার ফোনে কাজ করছে না তাহলে, এভাবে আপনি নেট ফিরিয়ে আনতে পারবেন। আমরা আবার ডাটা কানেকশন না পেলে মোবাইলটি অফ অন করে। কিন্তু অফ অন না করে আপনি এরোপ্লেন মোড অফ অন করে আপনার নেট ফিরিয়ে আনতে পারবেন।

ট্রিক্স নাম্বার ৪

আমরা যখন স্মার্ট ফোন কিনি তখন আমাদের সবারই আশা থাকে যে একটি ভাল ক্যামেরা থাকবে। কিন্তু সেই ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ভালো ফলাফল আমরা পাই না। কারণ হলো আমরা ক্যামেরার ফ্রেম ভালো বুঝিনা।

প্রথমে আপনাকে ক্যামেরা অন করতে হবে। তারপরে ওপরে থ্রি ডট আইকনে ক্লিক করে সেটিং বের করে নিতে হবে। এবার আপনাকে Gridlines অপশন খুঁজে নিতে হবে এবং Gridlines অপশন চালু করে দিতে হবে।

আপনি নিজে বুঝতে পারবেন আগে থেকে আপনার এখনকার ফেমিং অনেকটাই ভালো হয়ে গেছে

ট্রিক্স নাম্বার ৫

আমরা সবাই গুগল ক্রোম এপ্লিকেশনের সাথে পরিচিত। এবং এই ব্রাউজারটি আমরা নিয়মিত হয়তো ব্যবহার করে থাকি। কিন্তু আপনি জানেন কি আপনি যখন কোন ওয়েবসাইট ভিজিট করতেছেন। তো ওই ওয়েবসাইট আপনার জন্য নিরাপদ নাও হতে পারে। আপনি কিভাবে বুঝবেন যে আপনি ওই ওয়েবসাইট নিরাপদ বা নিরাপদ না।

কিন্তু গুগল ক্রোম আপনাদের জন্য এমন সুবিধা দিচ্ছে যে আপনি যে সাইটটাতে প্রবেশ করতেছেন। সেই সাইটটা নিরাপদ কিনা তা গুগল ক্রোম আপনাকে বলে দিচ্ছে। প্রথমে আপনি গুগল ক্রোমে প্রবেশ করবেন। এবং যে কোন একটি ওয়েবসাইটে ঢুকবেন বা যে ওয়েবসাইটে আপনি দেখতেছেন সেই ওয়েবসাইটে ডান সাইডে উপরে থাকা থ্রি ডট মেনু বাড়ে ক্লিক করবেন। এরপর একটি বৃত্তের মধ্যে আই বাটন রয়েছে ওখানে ক্লিক করুন।


এবং সেখানে দেখতে পারবেন Connection is secure আছে কিনা। যদি Secure থাকে তাহলে আপনি সে ওয়েবসাইট ভিজিট করবেন। আর যদি Secure না থাকে তাহলে খুব দ্রুত ওয়েবসাইট থেকে বের হয়ে যান

ট্রিক্স নাম্বার ৬

আমরা সবাই রাস্তাঘাটে চলাচল করার সময় কিন্তু google ম্যাপ ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় আমরা যানবাহনে থাকার কারণে এক হাত দিয়ে গুগল ম্যাপ দেখতে হয়। কিন্তু জুম কম-বেশি করতে আমাদের দু আঙ্গুল লাগে। এজন্য আমরা আজকে জানবো এক হাত দিয়ে এবং দুইটা আঙ্গুল ছাড়া একটি আঙ্গুল দিয়ে কিভাবে আপনি গুগল ম্যাপের জুম কম-বেশি এবং প্রফেশনাল ভাবে গুগল ম্যাপ এক আঙ্গুল দিয়ে আপনি দেখতে পারবেন।

তাহলে আপনি কি করবেন, আপনি ডাবল ট্যাপ করে ওপরে এবং নিচের দিকে নিলে জুম কম বেশি হবে। এবং আপনার আর দুই হাত লাগবে না বা দু আঙ্গুল দিয়ে কাজ করতে হবে না এক আঙ্গুল দিয়ে আপনি সঠিকভাবে জুম কম বেশি করতে পারবেন।

ট্রিক্স নাম্বার ৭

আমাদের প্রত্যেকটি ফোনেই লক দিয়ে আটকানো থাকে। সেটা হয়তো ফিঙ্গারপ্রিন্ট কিংবা প্যাটার্ন বা ফেস লক দিয়ে বিভিন্ন ভাবে লক থাকে। এবার আপনি ধরুন আপনি একটি বাজারে গেছেন এবং আপনার দুই হাতে বেগ রয়েছে।

তখন লক খোলা আপনাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে। কিছু কিছু সময় সহজ কাজটা আমাদের কাছে কঠিন হয়ে যায়। তখন হয়তো আপনি চাইবেন আপনার ফোনটা অটোমেটিক খুলে যাক। যেটি সকল স্মার্ট এন্ড্রয়েড ফোনে স্মার্ট সিকিউরিটি বা স্মার্ট লক নামে একটি অপশন রয়েছে।

প্রথমে আপনি Security অপশনে ঢুকবেন-এরপর Smart Lock অপশনে ঢুকবেন-আপনার স্মার্ট ফোনে যদি আগে পাসওয়ার্ড থাকে তাহলে পাসওয়ার্ডটি দিয়ে দিলে স্মার্ট লক অপশন পাবেন। এখানে তিনটা অপশন থাকবে। (1) One-Body-detection (2)Trusted places (3) Trusted devices এই সকল বিষয়গুলো রয়েছে এগুলো সবগুলো এনাবল করে নেবেন।


  • One-Body-detection : এই অপশনটা অন করে নিলে, ওনারের বডি ডিটেক্ট করতে পারে আসলে স্মার্ট ফোন। সোজা কথা আপনাকে সে সহজে বুঝতে পারে এবং সেভাবে ফোনটাকে আনলক করে দেবে।
  • Trusted places: আবার যদি কোন একটা প্লেস সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু ওই জায়গার মধ্যে আসলে আপনার ফোনটা অটোমেটিকলি খুলে যাবে।
  • Trusted devices: এ অপশন টার মাধ্যমে আপনি যেকোন ডিভাইসের সাথে কানেক্ট করে আনলক করতে পারেন। যেমন হতে পারে আপনার স্মার্ট ওয়াচ, সেটা হতে পারে কোন TWS এর মাধ্যমে আপনি আপনার ফোনটাকে আনলক করতে পারবেন।

লেখক এর মন্তব্য

প্রিয় গ্রাহক আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি মোবাইল টিপস জেনে উপকৃত হয়েছেন। খুব সহজভাবে মোবাইল ফোনের চিপ সম্পর্কে ধারণা দিতে পেরেছি।

আর অবশ্যই একটি জিনিস মনে রাখতে হবে মোবাইল টিপসের ক্ষেত্রে। বিভিন্ন ফোনে সেটিং গুলো আলাদা হয়ে থাকে। আপনি যদি এই সকল সেটিং আপনার ফোনে খুঁজে না পান আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

A2Z ফিউচারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url