কোরআনে উল্লেখিত গুরুত্বপূর্ণ ১০টি দোয়া

আসসালামু আলাইকুম, আজকে এই আর্টিকেল থেকে কোরআনে উল্লেখিত গুরুত্বপূর্ণ ১০টি দোয়া সম্পর্কে জানতে পারবেন। আল্লাহর কাছে কোরআনে বর্ণিত সর্বশ্রেষ্ঠ দোয়া করলে আল্লাহ তাআলা তাকে ফেরত দেয় না।
কোরআনে উল্লেখিত গুরুত্বপূর্ণ ১০টি দোয়া
পোস্ট সূচিপত্রঃ একজন বান্দার জন্য দোয়াটা এতটাই পাওয়ারফুল যে আমরা সকলে জানি আল্লাহ তায়ালা আমাদের ভাগ্যে আগে থেকে লিখে রেখেছেন কিন্তু কখনো কখনো ভাগ্যের অনেক বিষয় আল্লাহ তায়ালা এই দোয়ার কারণে পরিবর্তন করে দেয়। এজন্য প্রতিদিনের আমল ও দোয়া বেশি বেশি করে করবেন তাহলে আল্লাহ তায়ালা আপনি সকল মনের বাসনা পূরণ করে দেবেন। চলুন জেনে নিন কোরআনের উল্লেখিত গুরুত্বপূর্ণ ১০টি দেওয়া সম্পর্কে-

কোরআনে উল্লেখিত গুরুত্বপূর্ণ ১০টি দোয়া

দোয়া হল আল্লাহর সাহায্য, নৈকট্য বা আশীর্বাদ পাওয়ার জন্য মুসলমানদের দ্বারা করা আন্তরিক প্রার্থনা বা আহ্বান। সবকিছুর দৌড়ত্ব যেখানে শেষ মুমিনের দোয়ার কারিশমা সেখান থেকে শুরু। এজন্য বিশ্বনবী বললেন, ”দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র”। এজন্য আপনি যখন আল্লাহর কাছে দোয়া চাইবেন তখন আন্তরিকতার সাথে ও মনোযোগ দিয়ে দোয়া করবেন।
দোয়া এতটা শক্তিশালী যা আপনার তাকদীর কে চেঞ্জ করে দিতে পারে। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বললেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তাকে পছন্দ করেনা।” (তিরমিজি)। শুধুমাত্র চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না।

আজকের বিষয়ঃ
  • তাওবা - ক্ষমা চাওয়ার দোয়া
  • পাপাচারী ও যালিম সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাওয়া
  • ক্ষমা এবং জাহান্নাম হতে মুক্তি চাওয়ার দোয়া
  • ধৈর্য লাভ এবং মুসলিম হিসেবে মৃত্যু চাওয়া
  • শহীদের মর্যাদা লাভের দোয়া
  • যালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাওয়া
  • জাহান্নামের আযাব হতে আশ্রয় চাওয়া
  • ধৈর্য, শক্তি-সামর্থ্য ও বিজয় প্রার্থনা
  • অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাওয়া
  • নিজের প্রতি যুলমের কথা স্বীকার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা

তাওবা - ক্ষমা চাওয়ার দোয়া

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا
بِالْإِيْمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوْبِنَا غِلًّا لِلَّذِينَ
آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ
রব্বানাগ্ ফিরলানা-অলিইওয়া-নিনাল লাযীনা সাবাক্ব ক্রনা বিল্ ঈমা-নি অলা- তাজ্ব 'আল্ ফী কুলুবিনা-গিল্লাল্লিল্লাযীনা আ-মানু রব্বানা য় ইন্নাকা রায়ূফুর রহীম্

হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন; এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না; হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু।
দোয়ার প্রেক্ষাপটঃ অনুজ মুসলমানদের উচিত তাদের অগ্রজ মুসলমান ভাইদের ক্ষমা করে দেয়ার জন্যে এবং মুসলমানদের পরস্পরের মধ্যে যাতে বিদ্বেষ সৃষ্টি না হয় সে জন্য আল্লাহর দরবারে এরূপ প্রার্থনা করা।(সূরা আল-হাশর - ৫৯:১০)

পাপাচারী ও যালিম সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাওয়া

رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ
الْمَصِيرُ
রব্বানা-'আলাইকা তাওয়াক্কাল্টা-অইলাইকা আনাব্বা-অইলাইকাল্ মাছীর।

দোয়ার প্রেক্ষাপটঃ মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম (আ.) তাঁর পিতা ও তাঁর সম্প্রদায় শিরকি কাজকর্মে লিপ্ত থাকায় তিনি ও তাঁর অনুসারীগণ এভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন এবং তাদের যাবতীয় অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে এভাবে আল্লাহর সাহায্য কামনা করেন। (সূরা আল-মুমতাহিনাহ - ৬০:৪)

ক্ষমা এবং জাহান্নাম হতে মুক্তি চাওয়ার দোয়া

رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ
الْجَحِيمِ

রব্বানা-অসিতা কুল্লা শাইয়ি রহ্মাতাঁও অ'ইল্মান্ ফার্ফি লিল্লাযীনা তা-বূ অত্তাবা'ঊ সাবীলাকা অক্কিহিম্ 'আযা-বাল্ জ্বাহীম্

হে আমাদের রব, আপনি রহমত ও জ্ঞান দ্বারা সব কিছুকে পরিব্যপ্ত করে রয়েছেন। অতএব যারা তাওবা করে এবং আপনার পথ অনুসরণ করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আর জাহান্নামের আযাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন

رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّتِ عَدْنِ الَّتِي وَعَدْتَهُمْ وَمَنْ صَلَحَ مِنْ أَبَابِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّتِهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

রব্বানা-অ'আস্থিহুম্ জ্বান্না-তি 'আগ্নি নিল্লাতী অ'আত্তাহুম্ অমান্ ছলাহা মিন্ আ-বা-য়িহিম্ অআওয়া জ্বিহিম্ অর্বুরিয়্যা-তিহিম্; ইন্নাকা আন্তাল্ 'আযীযুল্ হাকীম্।

হে আমাদের রব, আর আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান, যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন। আর তাদের পিতা-মাতা, পতি-পত্নি ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদেরকেও। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়

وَقِهِمُ السَّيِّاتِ وَمَنْ تَقِ السَّيِّاتِ يَوْمَئِذٍ فَقَدْ رَحِمْتَهُ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
অ ক্বিহিমুস্ সাইয়িয়া-৩; অমান্ তাক্বিস্ সাইয়িয়া-তি ইয়াওমায়িযিন্ ফাক্বদ্ রহিন্তাহ্ ; অ যা-লিকা হুওয়াল্ ফাওযুল্ 'আজীম্। ( সূরা গাফির - ৪০:৭-৯)

আর আপনি তাদের অপরাধের আযাব হতে রক্ষা করুন এবং সেদিন আপনি যাকে অপরাধের আযাব থেকে রক্ষা করবেন, অবশ্যই তাকে অনুগ্রহ করবেন। আর এটিই মহাসাফল্য
দোয়ার প্রেক্ষাপটঃ মু'মিন ও তওবাকারীকে ক্ষমা, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত প্রদানের জন্য আল্লাহর আরশ বহন ফেরেশতাদের দু'আ।

ধৈর্য লাভ এবং মুসলিম হিসেবে মৃত্যু চাওয়া

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

রব্বানা আফ্রিগ্‌ 'আলাইনা- ছবরাওঁ ওতাওয়াফ্ফানা-মুস্লিমীন।

হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন

দোয়ার প্রেক্ষাপটঃ ফেরাউন কতৃক নিযুক্ত যাদুকরগণ হযরত মূসা (আ.)-এর রব ও বিশ্বজাহানের রব আল্লাহর উপর ঈমান আনলে এবং ফেরাউন সেসব যাদুকরকে হাত-পা বিপরীত দিক দিয়ে কেটে শূলে চড়ানোর রায় প্রদান করলে সদ্য ঈমান গ্রহনকারী যাদুকরগণ ঈমানের সাথে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে আল্লাহর দরবারে এভাবে জীবনের চরম প্রার্থনা করেন।
(সূরা আল আরাফ - ৭:১২৬)

শহীদের মর্যাদা লাভের দোয়া

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّهِدِينَ

রব্বানা য় আ-মান্না- ফাণ্ডুনা- মা'আশ্ শা-হিদীন।

হে আমাদের রব, আমরা ঈমান এনেছি। সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের সঙ্গে লিপিবদ্ধ করুন।

وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِاللَّهِ وَمَا جَاءَنَا مِنَ الْحَقِّ وَنَطْمَعُ أَنْ يُدْخِلَنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصَّلِحِينَ

অমা- লানা- লা-নু"মিনু বিল্লা-হি অমা-জ্বা - য়ানা-মিনাল্ হাক্ক কি অনাত্ব মা'উ আঁই ইয়ুদ্ধিলানা- রব্বুনা-মা'আল্ ক্বাওমিছ্‌ ছোয়া-লিহীন।

আর আমাদের কী হয়েছে যে, আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তার প্রতি ঈমান আনব না? আর আমরা আশা করব না যে, আমাদের রব আমাদেরকে প্রবেশ করাবেন নেককার সম্প্রদায়ের সাথে'।

দোয়ার প্রেক্ষাপটঃ আল্লাহ, রাসূলুল্লাহ (সাঃ) ও আল-কুরআনের উপর বিশ্বসী ঈমানদারদের হৃদয়ের অনুভূতি।
(সূরা আল মায়েদাহ - ৫:৮৩ ৮৪)

যালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাওয়া

رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّلِمِينَ

রব্বানা- লা-তাজু'আল্লা- মা'আল্ ক্বাওমিজ্জোয়া-লিমীন।

হে আমাদের রব, আমাদেরকে যালিম কওমের অন্তর্ভুক্ত করবেন না

দোয়ার প্রেক্ষাপটঃ জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী আ'রাফে অবস্থানকারীরা জাহান্নামীদের দিকে দৃষ্টি পড়ামাত্র আল্লাহর নিকট এরূপ প্রার্থনা করবে। দুনিয়াতেও যালিমদের সংস্পর্শ থেকে আত্মরক্ষার জন্যে দু'আটি কার্যকর।
(সূরা আল আরাফ - ৭:৪৭)

জাহান্নামের আযাব হতে আশ্রয় চাওয়া

رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحْنَكَ فَقِنَا
عَذَابَ النَّارِ

রব্বানা- মা- খালাতা হা-যা-বা-ত্বিলা-; সুবহা-নাকা ফাক্কিনা- 'আযা-বান্ নার্-।

হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। তুমি পবিত্র মহান। সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা কর।
(সূরা আলে ইমরান ৩:১৯১)

رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَه * ط وَمَا لِلظَّلِمِينَ مِنْ أَنْصَارٍ

রব্বানা য় ইন্নাকা মান্ তুস্থিলিন্না-রা ফাক্বাদ্ আখ্যাইতাহু অমা- লিজ্জোয়া-লিমীনা মিন্ আনছোয়ার্-।
(সূরা আলে ইমরান ৩:১৯২)

হে আমাদের রব, নিশ্চয় তুমি যাকে আগুনে প্রবেশ করাবে, অবশ্যই তাকে তুমি অপমান করবে। আর যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই

رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيْمَانِ أَنْ أمِنُوا بِرَبِّكُمْ فَأَمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ

রব্বানা য় ইন্নানা- সামি'না- মুনা দিয়াই ইয়ুনা-দী লিঈমা-নি আন্ আ-মিনু বিরব্বিকুম্ ফাআ-মান্না-, রব্বানা- ফার্ফিলানা-যুনুবানা-অকার্ফি 'আন্না-সাইয়িআ-তিনা-অতাওয়াফ্ফানা- মা'আল্ আব্রার্-।
(সূরা আলে ইমরান ৩:১৯৩)

হে আমাদের রব, নিশ্চয় আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে, যে ঈমানের দিকে আহবান করে যে, 'তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আন। তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং বিদূরিত করুন আমাদের ত্রুটি-বিচ্যুতি, আর আমাদেরকে মৃত্যু দিন নেককারদের সাথে

رَبَّنَا وَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيمَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
রব্বানা- অআ-তিনা-মা-অ'আত্তানা- 'আলা-রুসুলিকা অলা-তুখ্যিনা-ইয়াওমাল্ ক্বিয়া-মাহ্; ইন্নাকা লা-তুল্লিফুল্ মী'আ-দ্।

হে আমাদের রব, আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে। আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না। নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না
দোয়ার প্রেক্ষাপটঃ প্রকৃত জ্ঞানী ঈমানদার ব্যাক্তিদের আল্লাহর দরবারে প্রার্থনা।
(সূরা আলে ইমরান - ৩:১৯৪)

ধৈর্য, শক্তি-সামর্থ্য ও বিজয় প্রার্থনা

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَفِرِينَ

রব্বানায় আফ্রিগ্‌ 'আলাইনা-ছোয়াব্রাওঁ অছাব্বিত্ আক্ক দা-মানা-অর্জুনা-'আলাল্ ক্বাওমিল্ কা-ফিরীন্।

হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন।

দোয়ার প্রেক্ষাপটঃ হযরত দাউদ (আ.)-এর সময়কালীন শক্তিশালী কাফির জালুত ও তার সৈন্যদের মোকাবিলায় আল্লাহ কর্তৃক মনোনীত বাদশাহ তালুত-এর সৈন্যদের আল্লাহর দরবারে প্রার্থনা। আল্লাহ তা'আলা তাদের এ দু'আ কবুল করেন। 

যুদ্ধে জালুত নিহত এবং তার দল পরাজিত হয়। এ ছাড়াও তাদের এ সময়কার আরেকটি সাহসী উক্তি ছিলো: كَثِيرَةً بِإِذْنِ اللهِ وَاللَّهُ مَعَ الصَّبِرِينَ كَمْ مَّنْ فِئَةٍ قَلِيْلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللهِ وَاللَّهُ مَعَ الصَّبِرِينَ করেছে বৃহৎ দলের উপর আল্লাহর ইচ্ছায়। বস্তুতঃ আল্লাহ অটল সংকল্পকারীদের সাথেই থাকেন'-(সূরা ২ আল-বাকারা : ২৪৯)
(সূরা আল বাকারাহ - ২:২৫০)

অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাওয়া

أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ

আ'ঊযুবিল্লা-হি আন্ আকূনা মিনাল্ জ্বা-হিলীন্

আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি

দোয়ার প্রেক্ষাপটঃ জাতির মিথ্যাচারের বিপরীতে আল্লাহর নিকট হযরত মূসা (আঃ) এর প্রার্থনা।
সূরা আল বাকারাহ ২:৬৭

নিজের প্রতি যুলমের কথা স্বীকার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা

رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي وَأَسْلَمْتُ مَعَ سُلَيْمَنَ لِلَّهِ رَبِّ الْعُلَمِينَ

রব্বি ইন্নী জ্বোয়ালাড্ডু নাষ্পী অআল্লান্তু মা'আ সুলাইমা-না লিল্লা-হি রব্বিল্ 'আ-লামীন।

হে আমার রব, নিশ্চয় আমি আমার নিজের প্রতি যুলম করেছি। আমি সুলাইমানের সাথে সৃষ্টিকুলের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম

দোয়ার প্রেক্ষাপটঃ নিজের ভুল স্বীকার করে সাবার রাণী বিলকিসের আল্লাহ রাব্বুল আ'লামীনের উপর ঈমানের ঘোষণা।
(সূরা আন-নামল - ২৭:৪৪)

লেখক এর মন্তব্য

পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং প্রতিদিন আল্লাহুম্মা দিয়ে সকল দোয়া পড়বেন। আল্লাহ তাআলা প্রতিটা বান্দার দোয়ার অপেক্ষায় বসে থাকে। কখন বান্দর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দেবে এবং সকল গুনাহ মাফ করে দেবে।

আশা করি এই আর্টিকেল থেকে কুরআনের উল্লেখিত গুরুত্বপূর্ণ ১০টি দোয়া সম্পর্কে জেনে উপকৃত হয়েছে। আর আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। 

আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে বা বুঝতে না পেরে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। আমাদের ওয়েবসাইট ফলো করে রাখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

A2Z ফিউচারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url