আকুপ্রেসার - সহজ পদ্ধতির মাধ্যমে আকুপ্রেসার চিকিৎসা

প্রিয় গ্রাহক আজকের আর্টিকেল থেকে আকুপ্রেসার চিকিৎসা কিভাবে করবেন- যেমন মাথার আকুপ্রেশার পয়েন্ট কোথায় রয়েছে বা পায়ের আকুপ্রেশার পয়েন্ট এবং তার চিকিৎসা কিভাবে করবেন সকল তথ্য এবং ভিডিও করে দেখানো হয়েছে। এজন্য আর্টিকেলে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে হবে না আকুপ্রেশার চিকিৎসা কিভাবে করবেন-
আকুপ্রেসার
পোস্ট সূচীপত্রঃ 

আকুপ্রেসার

আকুপ্রেসার হলো এমন একটি টেকনিক যা আপনার শরীরের নির্দিষ্ট কোন স্থানকে চেপে রাখতে হয়। এবং চেপে রাখার কিছুক্ষণ পরেই জাদুঘরের মত আপনার সেই ব্যথা সেরে যায়। এই টেকনিকটি সকল মানুষেরা প্রাচীনকাল থেকেই ব্যবহার করে এসেছে।
সাইন্টিস্টদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে আকুপ্রেসার আপনার শরীরের জন্য কোন ক্ষতি করবে না এবং যদিও ভুল ভাবে ব্যবহার করলেও কোন ক্ষতি হবে না। প্রিয় গ্রাহক এই আর্টিকেল শেষ পর্যন্ত পড়বেন কারন এ সকল টেকনিক গুলো যেকোনো বয়সের লোকের জন্য কাজ করে।

পায়ের আকুপ্রেসার পয়েন্ট
আমাদের সম্পূর্ণ শরীরের ভর পা সামলায় সেজন্য কোন সমস্যা হলে আমাদের সেই সমস্যা পায়ে দেখা দেয়। পায়ের লেগ পেইন কিভাবে ঠিক করবেন চলুন জেনে নিন-

পায়ের আকুপ্রেসার প্রথম পয়েন্টঃ
  • আকুপ্রেসার পয়েন্ট আপনার হাঁটুর উপরে ডান এবং বাম থাকে
  • এবার এই পয়েন্ট কে খোজার জন্য আপনি একবারে সোজা হয়ে দাঁড়ান
  • এবার আপনার হাত দুটিকে ঝুলিয়ে রাখুন একদম সোজা করে
  • এবার আপনার হাতে সব থেকে বড় মধ্যমা আঙ্গুলটি আপনার পায়ে টাচ করুন
  • পায়ের যে স্থানে টাচ হচ্ছে সেই স্থান হলো সেই পয়েন্ট
  • এবার সেই স্থানটিকে চেপে ধরে রাখুন
এ পয়েন্টে আপনার মাংসপেশির ভিতরে থাকে। আপনি যদি চান তাহলে পেন বা পেন্সিলের পেছনে অংশ দিয়ে চেপে ধরে রাখতে পারবেন।
পায়ের আকুপ্রেসার সেকেন্ড পয়েন্টঃ
  • সেকেন্ড পয়েন্টে আপনার পায়ের হাটুর নিচের পেছনদিকে ঠিক মাংস পেশির মাঝখানে রয়েছে
  • আপনি একইভাবে এই জায়গাটিতে চেপে ধরে রাখুন
  • এবং এটি এক থেকে দুই মিনিট চেপে ধরে রাখতে হবে
  • তাহলে দেখবেন আপনার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে
পায়ের আকুপ্রেসার তৃতীয় পয়েন্টঃ
  • তৃতীয় পয়েন্টটি আপনার পায়ের নিচে পায়ের নিচে পায়ের অ্যাঙ্গেলের বাইরে ঠিক টাখনুর বরাবর রয়েছে
  • এই জায়গাতে আপনি পাঁচ থেকে সাত মিনিট চেপে ধরে রাখুন
  • এবং প্রথম এক থেকে দুই মিনিট ধীরে চেপে রাখুন
  • তারপর এক থেকে দুই মিনিট একটু জোরে
  • এক থেকে দুই মিনিট প্রেস করলে আপনি একটি শিরা অনুভব করতে পারবেন
  • তারপর এই শিরাটিকে তিন থেকে চার মিনিট প্রেস করে রাখুন
  • তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার পায়ের ব্যথা একেবারে ঠিক হয়ে গেছে
এ টেকনিক টিকে সারা পৃথিবীর অ্যাথলিস’ট পায়ের ব্যথা ও পা মচকে যাওয়ার ঠিক করার জন্য ব্যবহার করে থাকে।

মাথার আকুপ্রেসার পয়েন্ট
স্মৃতিশক্তি এবং একাগ্রতা আজকাল সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাহলে জেনে নিন আপনার মাথার কোন জায়গায় এই আকুপ্রেসার পয়েন্ট রয়েছে-
মাথার আকুপ্রেশার প্রথম পয়েন্টঃ
  • মাথাটা আকুপ্রেসার খোঁজার জন্য আপনার দুই হাতের বুড়ির আঙ্গুল কানের ওপরে রাখুন
  • এবার বাকি আঙ্গুলগুলো মাথার উপরে সোজা করে তুলুন
  • দুই হাতের আঙ্গুলগুলো যে স্থানে পৌঁছাতে সেই স্থানটি হল মাথার আকুপ্রেশার পয়েন্ট
  • এবার এই পয়েন্টটি কে আপনার হাতের আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখতে
  • এবং আরেক হাতের আঙ্গুল নাক ও ঠোঁটের মাঝ বরাবর রাখুন
  • আর আস্তে আস্তে নিশ্বাস নিতে এবং ছাড়ুন
এই পদ্ধতির মাধ্যমে আপনার স্মৃতিশক্তি এবং একাগ্রতার শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেবে। কয়েক সপ্তাহ এভাবে নিয়মিত করলে আপনি নিজে এর ফল বুঝতে পারবেন।
মাথার আকুপ্রেশার প্রথম পয়েন্ট
মাথার আকুপ্রেশার দ্বিতীয় পয়েন্টঃ
  • সেকেন্ড পয়েন্টে থার্ড আই পয়েন্ট বলা হয়। এই পয়েন্টটি স্টার্ট কালচারে খুবই জনপ্রিয়
  • আপনার কপালে যেখানে টি প দিয়ে থাকে সেই স্থানটিকে চেপে ধরে রাখুন
  • এবং এক মিনিটের মতো চেপে রাখুন
  • যার ফলে আপনার মেমরি এবং কন্সট্রেশন পার্ট বাড়তে শুরু করবে
মাথার আকুপ্রেশার দ্বিতীয় পয়েন্ট
মাথার আকুপ্রেশার তৃতীয় পয়েন্টঃ
  • তৃতীয় পয়েন্টে আপনার বুকের একদম মাঝখানে একটু নিচের জায়গায় রয়েছে
  • এই জায়গাটিতে এক থেকে দুই মিনিট চেপে রাখুন
  • এবং ধীরে ধীরে নিঃশ্বাস নিতে ও ছাড়তে থাকুন
  • এই পয়েন্টের মাধ্যমে আপনার ডিপ্রেশন, ভয়, চিন্তা, ঘুম না আসা আপনার মত কমে যাবে
  • এবং আপনার ফোকাস ও কন্সেন্ট্রেশন পাওয়ার বেড়ে যাবে
  
মাথার আকুপ্রেশার তৃতীয় পয়েন্ট

হেডেক
মাথাব্যথা সাধারনত টেনশন বা দুর্বলতা ও কোনো অসুখের কারণে হয়ে থাকে। কিভাবে এ সমস্যা ঠিক করবেন চলন জেনে নিন-

প্রথম পয়েন্টঃ
  • আপনার মাথা এবং ঘাড়ে ঠিক মধ্যে কানের পেছনে থাকে
  • এই পয়েন্ট দুটিকে আপনাকে নিজের দুটি আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখুন
  • আর আপনার ঘরটিকে ধীরে ধীরে নিচের দিকে নামাতে থাকেন
  • এভাবে ম আপনাকে দুই থেকে তিন মিনিট করতে হবে
  • এটি মাথা ব্যাথার সাথে সাথে গলা ব্যথা কেউ ঠিক করে দেবে
  • আর আপনার ঘুমানোর জন্য সাহায্য করবে
মাথার আকুপ্রেশার
সেকেন্ড পয়েন্টঃ
  • এ পয়েন্ট কি আপনার আই ভ্রুর সামনের জায়গায় রয়েছে
  • এই জায়গাটিতে প্রায় আপনাকে দুই থেকে তিন মিনিট চার দিতে হবে
  • এবং ধীরে ধীরে শ্বাস নিতে এবং ছাড়তে থাকুন
  • এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার মাথাব্যথা, চোখ ব্যথা এবং সাইনোসাইটিস এর ব্যথা দূর করে
হেডেক
তৃতীয় পয়েন্টঃ
  • এ পয়েন্টে আপনার হাতের এবং বুড়ো আঙ্গুল এর মাঝে রয়েছে
  • এই স্থানটিতে আপনি আঙ্গুল দিয়ে এক মিনিট চেপে রাখুন
  • এবং এর প্রসেসটি আপনাকে দুই হাতেই করতে হবে
  • এ প্রক্রিয়াটি করার ফলে আপনার মাথা ব্যথা, দাঁতে ব্যথা এবং পেটে ব্যথা কমে যাবে
 
আকুপ্রেশার
ইনসোমনিয়া
অর্থাৎ আপনার যদি রাতে ঘুমের সমস্যায় ভুগেন তাহলে জেনে নিন কিভাবে ঘুমের সমস্যা দূর করবেন। ডাক্তার কিথ ক্যানিয়ন এর মতে, পৃথিবীর ৯৮ শতাংশ ব্যক্তি কোন না কোন সময় ঘুম না আসা সমস্যা শিকার হয়েছে। এবং এটিকে ঠিক করার জন্য যে কাজটি করবেন-

প্রথম পয়েন্টঃ
  • এটিকে ঠিক করার জন্য আপনার মাথার নিচে ঘাড়ে ঠিক মাঝখানে পয়েন্টই রয়েছে
  • এই স্থানে আপনাকে দুটি হাত দিয়ে চাপ দিতে হবে
  • এবং এক থেকে ২ মিনিট পর্যন্ত আপনাকে শ্বাস নিতে এবং ছাড়তে হবে
  • যদি আপনি ইন্সট্যান্টলি ঘুমিয়ে যেতে চান তাহলে আজকে এ পদ্ধতিটি ব্যবহার করে দেখবেন
আকুপ্রেসার চিকিৎসা
সেকেন্ড পয়েন্টঃ
  • এর পয়েন্টটি রয়েছে আপনার পেছনে পিঠের ঠিক দুই হাতে এর সাইডে
  • এই জায়গাতে চাপ দেয়ার জন্য আপনি দ্বিতীয় কোন ব্যক্তির সাহায্য নিতে হবে
  • যদি কোন ব্যক্তিকে না পান তাহলে শুয়ে টেনিস বল কে ওই স্থানে রেখে নিজের পা ভাগ করে নিয়ে শুয়ে থাকুন
  • এবং এক থেকে দুই মিনিট নিজের শ্বাস প্রশ্বাস এর ওপর মনোযোগ দিন
  • দেখবেন আপনার ঘুম চলে আসবে
আকুপ্রেসার
তৃতীয় পয়েন্টঃ
  • তৃতীয় পয়েন্টে খোঁজার জন্য আপনাকে কনিষ্ঠা আঙ্গুলের নিচের দিকে লাইন বরাবর আসুন। আর যে তালুর দিক থেকে আসতে হবে
  • এবার ঠিক কব্জির কাছে এ পয়েন্ট রয়েছে
  • এবার এই স্থানটিতে চেপে ধরে রাখুন
  • অবশ্যই এক থেকে দুই মিনিট চেপে ধরে রাখতে হবে
  • তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার ঘুম চলে আসছে
  
আকুপ্রেসার
অ্যাংজাইটি এন্ড নার্ভাসনেস
চিন্তার নার্ভাসনেস আজকাল একটি কমন সমস্যা। কিভাবে এই সমস্যার সমাধান করবেন চলন জেনে নিন-

প্রথম পয়েন্টঃ
  • প্রথমে পয়েন্টে রয়েছে আপনার পিঠের উপরে ঘাড়ের দিকে
  • এই স্থানটিকে আপনাকে ঘড়ির কাটার বিপরীত দিকে মতো করে এক থেকে দুই মিনিট আঙ্গুল দিয়ে ঘোরাতে হবে
  • এই পদ্ধতির মাধ্যমে আপনার মধ্য থেকে টেনশন, নার্ভাস এবং ঘাড়ের ব্যথা কমে যাবে
আকুপ্রেসার
সেকেন্ড পয়েন্টঃ
  • সেকেন্ড পয়েন্টে আপনার গলার পেছনে মাথার এক আঙ্গুল নিচে রয়েছে
  • এ পয়েন্টটিতে আপনাকে আঙ্গুল দিয়ে চেপে ধরে ধরে ঘুরাতে থাকতে হবে
  • এ পদ্ধতি মাধ্যমে টেনশন এবং নার্ভাসনেস দূর হয়ে যাবে
  • এবং তার সাথে সাথে আপনার রাতে ঘুমও বেশ ভালো হবে
তৃতীয় পয়েন্টঃ
  • তৃতীয় পয়েন্টে আত্মার হাতের কনুর মাঝখানে রয়েছে
  • এই স্থান থেকে আপনি বুড়ো আঙ্গুল দিয়ে এক মিনিট চেপে রাখুন
  • এ পদ্ধতির বান্ধবী আপনার টেনশন, এবং অ্যাংজাইটি দূর হবে
  • এবং এতে আপনার হাত ও বুক ব্যথা কমে দিবে
  
আকুপ্রেসার

লেখকের মন্তব্য

প্রিয় গ্রাহক আশা করি আজকে আর্টিকেল থেকে আকুপ্রেসার পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনার শারীরিক সংসার দূর করবেন তার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আশা করি এই আর্টিকেল থেকে আপনি উপকৃত হয়েছেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

আর যদি কোন কিছু বুঝতে না পেরে থাকেন বা কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। আর এ ধরনের নতুন নতুন তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

A2Z ফিউচারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url