ইসলামের শ্রেষ্ঠ ১০টি দোয়া সমূহ
আসসালামু আলাইকুম, প্রিয় গ্রাহক আজকে আর্টিকেল থেকে শ্রেষ্ঠ ১০ টি দোয়া সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। দোয়া একটি ইবাদতের অংশ। আল্লাহর কাছে
চাওয়ার সহজ পথ হল দোয়া। দোয়া সম্পর্কে কোরআনের আয়াত রয়েছে যে আয়াত গুলো
পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না।
পোস্ট সূচিপত্রঃ আর আপনি যদি দোয়া সঠিকভাবে করেন এবং শর্ত পূরণ করে দোয়া করলে আল্লাহ তায়ালা
অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবে। প্রতিদিনের আমল ও দোয়া করতে হবে, এছাড়াও
দোয়া কবুলের ইস্তেগফার রয়েছে সেগুলো পড়তে হবে। তাহলে অবশ্যই আল্লাহ তায়ালা
আপনার প্রতি খুশি হবে এবং আপনার দোয়া কবুল করে নেবেন। নিচে শ্রেষ্ঠ ১০ টি দোয়া
সমূহ দেওয়া হলো-
শ্রেষ্ঠ ১০টি দোয়া সমূহ
দোয়া বা প্রার্থনা করা আল্লাহর কাছে অনেক প্রিয়। আপনাদের মনে রাখতে হবে যে আমরা
সবাই চাইবো আল্লাহর কাছে অন্য কারো কাছে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন,
(সুরা ফাতিহা অধ্যায় নাম্বার ১, আয়াত নাম্বার ৫) ইয়া কানাবুদু ওয়া ইয়া
কানাস্তাইন -আমরা তোমার এবাদত করি তোমার সাহায্য চাই।” আমরা চাইবো শুধু আল্লাহর
কাছে।
আরো পড়ুনঃ দোয়ার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানুন
আল্লাহ বলেছেন (সূরা গাফির, অধ্যায় ৪০, আয়াত নাম্বার ৬০) ”তোমরা আমাকে ডাকো আমি
তোমাদের ডাকে সাড়া দেব”। আপনি আল্লাহ তাআলার কাছে যে কোন জিনিস চাইতে পারেন।
আল্লাহর কাছে চাওয়ার অনেক দোয়া রয়েছে। অনেক ছোট দোয়া সমূহ বা অনেক বড় দোয়া
সমূহ রয়েছে ।
আর আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়ার সময় বিনয় এবং নম্রতা সাথে
চাইতে হবে। অনেক দোয়া সম্পর্কে হাদিস রয়েছে এবং দোয়া সম্পর্কে কোরআনের আয়াত
রয়েছে এ সকল আয়াত ও দোয়া পড়ে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ তায়ালা দোয়া
কবুল করবেন।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, (তিরমিজি তে, হাদিস
নাম্বার-৩৪৭৯) মানুষ কিছু চাইবে আল্লাহর কাছে পুরোপুরি একমুখী হয়ে। আর
ইনশাল্লাহ আল্লাহ তার আহবানে সাড়া দেবেন।
দোয়ার সমূহঃ
- জান্নাতের এক রত্নভাণ্ডার পাওয়ার দোয়া
- মুখের জড়তা দূর করার দোয়া
- জ্ঞান বৃদ্ধি চাওয়ার দোয়া
- ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোআ
- জাহান্নাম থেকে আশ্রয় এবং জান্নাত চাওয়ার দোআ
- যালিম কওম থেকে আশ্রয় প্রার্থনার দোয়া
- জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের দোয়া
- আল্লাহর নিকট শুকরিয়া আদায় করার দোয়া
- দূর্যোগ এর সময় দোয়া
- কোনো মুসিবতে পতিত ব্যক্তির দো'আ
১। জান্নাতের এক রত্নভাণ্ডার পাওয়ার দোয়া
রাসূলুল্লাহ (সাঃ) বলেন, "ওহে আব্দুল্লাহ ইবন কায়েস! আমি কি জান্নাতের এক
রত্নভাণ্ডার সম্পর্কে তোমাকে অবহিত করব না?” আমি বললাম, "নিশ্চয়ই হে আল্লাহর
রাসূল।" তিনি বললেন, "তুমি বল,
لا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
বাংলা উচ্চারণঃ লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা-হ
অর্থঃ আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং
(সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। (বুখারী, ফাতহুল বারীসহ ১১/২১৩, নং ৪২০৬;
মুসলিম ৪/২০৭৬, নং ২৭০৪।)
২। মুখের জড়তা দূর করার দোয়া
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
বাংলা উচ্চারণঃ রব্বিশ রত্নী ছোয়াদ্রী।
অর্থঃ হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন
وَيَسْرُ لِي أَمْرِي
বাংলা উচ্চারণঃ অ ইয়াসসার লিয় আমরী
অর্থঃ আর আমার ব্যাপারগুলো আমার জন্য সহজ
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي
বাংলা উচ্চারণঃ ওয়াহুল্ 'উদাতাম্ মিল্লিসা-নী।
অর্থঃ আর আমার জিহবার জড়তা দূর করে দিন
আরো পড়ুনঃ গুরুত্বপূর্ণ ১২টি দোয়া সমূহ
يَفْقَهُوا قَوْلِي
বাংলা উচ্চারণঃ ইয়াক্বাহু ক্বওলী।
অর্থঃ যাতে তারা আমার কথা বুঝতে পারে। (সূরা ত্বহা ২০: (২৫-২৮)
৩। জ্ঞান বৃদ্ধি চাওয়ার দোয়া
رَّبِّ زِدْنِي عِلْمًا
বাংলা উচ্চারণঃ রব্বি যিদ্রী 'ইল্মা
অর্থঃ হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। (সূরা ত্বাহা - ২০:১১৪)
৪। ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোআ
সায়্যিদুল ইসতিগফার
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا
عَبْدُكَ
বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানী ওয়া
আনা 'আব্দুকা,
অর্থঃহে আল্লাহ্! আপনি আমার রব্ব, আপনি ছাড়া আর কোনো হক্ক ইলাহ নেই। আপনি
আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা।
وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ
شَرِّ مَا صَنَعْتُ
বাংলা উচ্চারণঃ ওয়া আনা 'আলা 'আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাত্বা'তু। আ'উযু বিকা
মিন শাররি মা সানা'তু,
অর্থঃ আর আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের)
প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।
أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي
বাংলা উচ্চারণঃ আবুউলাকা বিনি'মাতিকা 'আলাইয়্যা, ওয়া আবুউ বিযাম্বী।
অর্থঃ আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি
স্বীকার করছি আমার অপরাধ।
فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
বাংলা উচ্চারণঃ ফাগফির লী, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা
অর্থঃ অতএব আপনি আমাকে মাফ করুন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ
করে না।
যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এটি ('সায়্যিদুল ইসতিগফার') অর্থ বুঝে দৃঢ়
বিশ্বাসসহকারে পড়বে, সে ঐ দিন রাতে বা দিনে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে।
৫। জাহান্নাম থেকে আশ্রয় এবং জান্নাত চাওয়ার দোআ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা
মিনান্নার
আরো পড়ুনঃ ৫ওয়াক্ত নামাজের ফজিলত সম্পর্কে জানুন
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার
কাছে আশ্রয় চাই
আবু দাউদ, নং ৭৯২; ইবন মাজাহ্ নং ৯১০। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ২/৩২৮।
৬। যালিম কওম থেকে আশ্রয় প্রার্থনার দোয়া
رَبِّ نَجْنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
বাংলা উচ্চারণঃ রব্বি ইন্নী লিমা য় আন্যাল্ডা ইলাইয়্যা মিন্ খাইরিন্
ফার্কী।
অর্থঃ হে আমার রব, আপনি যালিম কওম থেকে আমাকে রক্ষা করুন
(সূরা আল-কাসাস - ২৮:২১)
৭। জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের দোয়া
সকালে (বা বিকালে) চার বার বলবে,
اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أَمْسَيْتُ) أَشْهِدُك، وَأُشْهِدُ حَمَلَةَ
عَرْشِكَ، وَمَلَائِكَتِكَ، وَجَمِيعَ خَلْقِكَ، أَنَّكَ أَنْتَ اللهُ لَا
إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لا شَرِيكَ لَكَ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ
وَرَسُولُكَ
বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আসবাহ্ (আমসাইতু) উশহিদুকা ওয়া উশহিদু
হামালাতা 'আরশিকা ওয়া মালা-ইকাতিকা ওয়া জামী'আ খালক্কিকা, আন্নাকা আনতাল্লা-হু
লা ইলা-হা ইল্লা আনতা ওয়াহ্দাকা লা শারীকা লাকা, ওয়া আন্না মুহাম্মাদান আব্দুকা
ওয়া রাসূলুকা
অর্থঃ হে আল্লাহ! আমি সকালে (বিকালে) উপনীত হয়েছি। আপনাকে আমি সাক্ষী
রাখছি, আরও সাক্ষী রাখছি আপনার 'আরশ বহনকারীদেরকে, আপনার ফেরেশতাগণকে ও আপনার সকল
সৃষ্টিকে, (এর উপর) যে- নিশ্চয় আপনিই আল্লাহ, একমাত্র আপনি ছাড়া আর কোন হক্ক ইলাহ
নেই, আপনার কোনো শরীক নেই; আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার
বান্দা ও রাসূল।
وَمَلَائِكَتِكَ، وَجَمِيعَ خَلْقِكَ، أَنَّكَ أَنْتَ اللهُ لَا إِلَهَ
إِلَّا أَنْتَ وَحْدَكَ لا شَرِيكَ لَكَ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ
وَرَسُولُكَ
বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আসবাহ্ (আমসাইতু) উশহিদুকা ওয়া উশহিদু
হামালাতা 'আরশিকা ওয়া মালা-ইকাতিকা ওয়া জামী'আ খালক্কিকা, আন্নাকা আনতাল্লা-হু
লা ইলা-হা ইল্লা আনতা ওয়াহ্দাকা লা শারীকা লাকা, ওয়া আন্না মুহাম্মাদান আব্দুকা
ওয়া রাসূলুকা
অর্থঃ হে আল্লাহ! আমি সকালে (বিকালে) উপনীত হয়েছি। আপনাকে আমি সাক্ষী
রাখছি, আরও সাক্ষী রাখছি আপনার 'আরশ বহনকারীদেরকে, আপনার ফেরেশতাগণকে ও আপনার সকল
সৃষ্টিকে, (এর উপর) যে- নিশ্চয় আপনিই আল্লাহ, একমাত্র আপনি ছাড়া আর কোন হক্ক ইলাহ
নেই, আপনার কোনো শরীক নেই; আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার
বান্দা ও রাসূল।
যে ব্যক্তি সকালে অথবা বিকালে তা চারবার বলবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে
মুক্ত করবেন। (আবু দাউদ ৪/৩১৭, নং ৫০৭১; বুখারী, আল-আদাবুল মুফরাদ, নং ১২০১;
নাসাঈ, 'আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, নং ৯; ইবনুস সুন্নী, নং ৭০।)
৮। আল্লাহর নিকট শুকরিয়া আদায় করার দোয়া
সকালে (বা বিকালে) বলবেন,
اللَّهُمَّ مَا أَصْبَحَ (أمْسَى) بِي مِنْ نِعْمَةٍ أَو بِأَحَدٍ مِنْ
خَلْقِكَ فَمِنْكَ وَحْدَكَ لا شَرِيكَ لَكَ، فَلَكَ الْحَمْدُ وَلَكَ
الشَّكْرُ
বাংলা উচ্চারণঃ আল্লা-হুম্মা মা আসবাহা (আমসা) বী মিন নি'মাতিন আউ বিআহাদিন
মিন খালক্কিকা ফামিনকা ওয়াহ্দাকা লা শারীকা লাকা, ফালাকাল হাম্দু ওয়ালাকাশ্
শুক্র
অর্থঃ হে আল্লাহ! যে নেয়ামত আমার সাথে সকালে (বিকালে) উপনীত হয়েছে, অথবা
আপনার সৃষ্টির অন্য কারও সাথে; এসব নেয়ামত কেবলমাত্র আপনার নিকট থেকেই; আপনার
কোনো শরীক নেই। সুতরাং সকল প্রশংসা আপনারই। আর সকল কৃতজ্ঞতা আপনারই প্রাপ্য।
যে ব্যক্তি সকালবেলা উপরোক্ত দো'আ পাঠ করলো সে যেন সেই দিনের শুকরিয়া আদায় করলো।
আর যে ব্যক্তি বিকালবেলা এ দো'আ পাঠ করলো সে যেন রাতের শুকরিয়া আদায় করলো।
(হাদীসটি সংকলন করেছেন, আবু দাউদ ৪/৩১৮, নং ৫০৭৫; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল
লাইলাহ, নং ৭; ইবনুস সুন্নী, নং ৪১; ইবন হিব্বান, (মাওয়ারিদ) নং ২৩৬১। আর শাইখ
ইবন বায তাঁর তুহফাতুল আখইয়ার পূ. ২৪ এ এর সনদকে হাসান বলেছেন।)
৯। দূর্যোগ এর সময় দোয়া
আরবিঃ
بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْئً فِي الْأَرْضِ وَ لَا
فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহিল লাজি লা ইয়াদূর'রু মা'আস মিহি শাইয়ুন ফিল আরদি
ওয়ালা ফিস সামি'ই ওয়াহুয়া সামি'য়ুল আলিম
ফজিলতঃ রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও
আকাশের দূর্যোগ থেকে হেফাজতে থাকবে। (তিরমিজী শরীফ, খন্ড-২ পৃষ্ঠা-১৭৩)
১০। কোনো মুসিবতে পতিত ব্যক্তির দো'আ
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أَجْرْنِي فِي
مُصِيبَتِي، وَأُخْلِفُ لِي خَيْرًا مِنْهَا
বাংলা উচ্চারণঃ ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লা-হুম্মা
আজুরনী ফী মুসীবাতী ওয়াখলুফ লী খাইরাম মিনহা
অর্থঃ আমরা তো আল্লাহ্রই। আর নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।
হে আল্লাহ! আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু
স্থলাভিষিক্ত করে দিন।
মুসলিম ২/৬৩২, নং ৯১৮।
লেখকের মন্তব্য
আজ থেকে আপনি প্রতিদিন এ সকল দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন তাহলে আল্লাহ তাআলা
আপনার মনের বাসনা পূরণ করবে। আর অবশ্যই আল্লাহর কাছে চাওয়ার সময় বিনয় এবং
নম্রতার সাথে চাইবেন।
এই আর্টিকেল থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টের
মাধ্যমে জানাবেন। আমাদের ওয়েব সাইট ফলো করে রাখুন যেন এমন নতুন তথ্য সবার আগে
পেয়ে যান। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
A2Z ফিউচারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url