ইসলাম ধর্ম সম্পর্কিত সাধারণ জ্ঞান | Islamic knowledge

আসসালামু আলাইকুম, প্রিয় গ্রাহক আজকে এই আর্টিকেলে আমি আপনার জন্য ইসলাম ধর্ম সম্পর্কিত সাধারণ জ্ঞান কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি। যেগুলো প্রত্যেক মুসলমানদের জানা প্রয়োজনীয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এজন্য ইসলামকে জানার জন্য আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। এই আর্টিকেল সম্পূর্ণ পড়বেন যাতে ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর জেনে নিতে পারেন।
ইসলাম ধর্ম সম্পর্কিত সাধারণ জ্ঞান | Islamic knowledge
পোস্ট সূচিপত্রঃ প্রতিটা মুসলমানের কর্তব্য ইসলামকে জানার। কিন্তু আমরা অবহেলায় ইসলামকে জানার কোন চেষ্টাই করি না। এই আর্টিকেলে বেশ কিছু ইসলামিক কুইজ প্রশ্ন ও উত্তর রয়েছে। যেগুলো আপনাকে ইসলামকে জানতেও মানতে সাহায্য করবে। আর্টিকেলটি পড়ুন এবং ইসলামের জ্ঞান অর্জন করুন।

ইসলাম ধর্ম সম্পর্কিত সাধারণ জ্ঞান

ভূমিকাঃ ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। মহান আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে মানবজাতির জন্য একমাত্র মুক্তির পথ ও নির্দেশিকা। আল্লাহ তায়ালা এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে এবং ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য। আর প্রতিটা বান্দা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া চাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়।

কিন্তু অনেকের ইসলাম সম্পর্কে তেমন ধারণা নেই। তাই এই আর্টিকেলে কিছু ইসলামিক জটিল প্রশ্ন এবং উত্তর নিয়ে নিম্নলিখিত আলোচনা করার হয়েছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ পড়ুন।

১। প্রশ্নঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ছিলেন?
উত্তরঃ আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী।

২। প্রশ্নঃ তিনি কবে এবং কোথায় জন্ম গ্রহন করেন?
উত্তরঃ তিনি ৫৭০ খ্রীষ্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্ম গ্রহন করেন।

৩। প্রশ্নঃ তাঁর পিতা-মাতার নাম কি?
উত্তরঃ তাঁর পিতার নাম আব্দুল্লাহ ও মাতার নাম আমিনা।

৪। প্রশ্নঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রথম কোন মহিয়সী নারীর দুধ পান করেন?
উত্তরঃ হযরত মা হালীমার।

৫প্রশ্নঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর উপাধি কি?
উত্তরঃ আল-আমীন।

৬। প্রশ্নঃ তাওহীদ অর্থ কি
উত্তরঃ তাওহীদ অর্থ আল্লাহ তায়ালার একত্ববাদ।

৭। প্রশ্নঃ নবী রাসুলগণ মানুষকে কোনদিকে দাওয়াত দিয়েছেন
উত্তরঃ নবী রাসুলগণ মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন।

৮। প্রশ্নঃ সব কিছু সৃষ্টি করেছেন কে
উত্তরঃ সব কিছু সৃষ্টি করেছেন 'আল্লাহ তায়ালা'।

৯।প্রশ্নঃ সকল শক্তির আসল উৎস ও কেন্দ্র কে
উত্তরঃ সকল শক্তির আসল উৎস ও কেন্দ্র 'আল্লাহ তায়ালা'।

১০। প্রশ্নঃ একমাত্র কার সন্তুষ্টি অর্জন করতে হবে
উত্তরঃ একমাত্র 'আল্লাহ তায়ালার' সন্তুষ্টি অর্জন করতে হবে।

১১। প্রশ্নঃ আল্লাহকে একক সত্বা হিসেবে স্বীকার ও বিশ্বাস করাকে কি বলে
উত্তরঃ তাওহীদ।

১২। প্রশ্নঃ কোরআন শরীফ কি
উত্তরঃ একটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ঐশ্বরিক গ্রন্থ।

১৩ প্রশ্নঃ কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়
উত্তরঃ হেরা পর্বত গুহায়।

১৪ প্রশ্নঃ কোরআন কত দিনে অবতীর্ণ হয়
উত্তরঃ ২২ বছর ৫ মাস ১৪ দিনে।

১৫। প্রশ্নঃ কোরআনের প্রধান বৈশিষ্ট কি
উত্তরঃ মহাগ্রন্থ আল-কোরআনের বৈশিষ্ট হলো প্রথম থেকে এখনও এটি অবিকৃত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে।

১৬। প্রশ্নঃ কোরআনে আল্লাহ শব্দটি কত বার এসেছে
উত্তরঃ ২৫৮৪ বার।

১৭। প্রশ্নঃ কোরআনের পান্ডুলিপি কে তৈরী করেন
উত্তরঃ হযরত আবু বকর (রাদি.)।

১৮। প্রশ্নঃ তিনি কত বছর বয়সে প্রথম বিবাহ করেন?
উত্তরঃ ২৫ বছর বয়সে।

১৯। প্রশ্নঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রথমা স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেন কে? উত্তরঃ হযরত খাদিজা (রাদি.)।

২০। প্রশ্নঃ কোন নবীর সিনাচাক করা হয়েছিল?
উত্তরঃ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর।

২১। প্রশ্নঃ সিরিয়া ভ্রমনের সময় হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -কে দেখে 'রাসূল' বলে ভবিষ্যদ্বানী করেছিলেন কে?
উত্তরঃ বোহাইরা নামক জনৈক পাদ্রি।

২২। প্রশ্নঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন?
উত্তরঃ ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন।

২৩। প্রশ্নঃ আরাফায় অবস্থান করাকে কি বলে
উত্তরঃ উকুফে আরাফা বলে।

২৪। প্রশ্নঃ পাথর নিক্ষেপ করা হাজীদের জন্য কি ধরনের কাজ
উত্তরঃ ওয়াজিব কাজ।

২৫। প্রশ্নঃ ইহরাম থেকে হাজীরা মুক্তি লাভ করে কোন তারিখে
উত্তরঃ ১০ই জিলহজ্জ।

২৬। প্রশ্নঃ হজ্জের সময় কোন পর্বতের মধ্যে কতবার দৌঁড়াতে হয়
উত্তরঃ সাফা ও মারওয়া পর্বতের মধ্যে সাত বার দৌঁড়াতে হয়।

২৭। প্রশ্নঃ হজ্জের সময় কোথায় কুরবানী দিতে হয়
উত্তরঃ মিনায়।

২৮। প্রশ্নঃ কোথায় হাজীরা উন্মুক্ত আকাশের নিচে রাত যাপন করে
উত্তরঃ মুজদালিফায়।

২৯। প্রশ্নঃ তিনি মদীনা নগরে পৌঁছে প্রথমে কার গৃহে প্রবেশ করেন?
উত্তরঃ হযরত আবু আইয়ুব আনসারী (রাঃ) এর গৃহে।

৩০। প্রশ্নঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রথম জুম'আর নামায কখন এবং কোথায় পড়েছিলেন?
উত্তরঃ মক্কা থেকে মদিনায় হিজরত কালে বনী সালেম মহল্লায়।

৩১। প্রশ্নঃ নবুয়তের কত বছর পরে তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেন?
উত্তরঃ ৩ বছর পর।

৩২। প্রশ্নঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রধানতম স্থায়ী মো'জেযা কি?
উত্তরঃ কোরআন শরীফ।

৩৩। প্রশ্নঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম 'মোহাম্মাদ' রাখেন কে?
উত্তরঃ দাদা আব্দুল মুত্তালিব।

৩৪। প্রশ্নঃ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র অঙ্গে সর্বপ্রথম আঘাত করেন কে?
উত্তরঃ অভিশাপ্ত আবু জেহেল।

৩৫। প্রশ্নঃ বিশ্ব নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রীগণের সংখ্যা কত?
উত্তরঃ ১১ জন।

৩৬। প্রশ্নঃ সকল শক্তির আসল উৎস ও কেন্দ্র কে
উত্তরঃ সকল শক্তির আসল উৎস ও কেন্দ্র 'আল্লাহ তায়ালা'।

৩৭। প্রশ্নঃ একমাত্র কার সন্তুষ্টি অর্জন করতে হবে
উত্তরঃ একমাত্র 'আল্লাহ তায়ালার' সন্তুষ্টি অর্জন করতে হবে।

৩৮। প্রশ্নঃ আল্লাহকে একক সত্বা হিসেবে স্বীকার ও বিশ্বাস করাকে কি বলে
উত্তরঃ তাওহীদ।

৩৯। প্রশ্নঃ হেদায়েত চাইতে হবে কার কাছে
উত্তরঃ 'আল্লাহ তায়ালার' কাছে।

৪০। প্রশ্নঃ কোন গুনাহ আল্লাহ তা'য়ালা মাফ করবেন না
উত্তরঃ শিরকের গুনাহ আল্লাহ তা'য়ালা মাফ করবেন না।

৪১। প্রশ্নঃ ঈমানের শাখা কয়টি
উত্তরঃ ঈমানের শাখা ৭০টিরও অধিক।

৪২। প্রশ্নঃ হযরত খাদিজা (রাঃ) এর প্রথম স্বামীর নাম কি?
উত্তরঃ আতিক ইবনে আয়েজ।

৪৩। প্রশ্নঃ হযরত খাদিজা (রাঃ) কত বছর বয়সে ইন্তেকাল করেন?
উত্তরঃ ৬৫ বছর বয়সে।

৪৪। প্রশ্নঃ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সঙ্গে হযরত জয়নাব বিনতে জাহাশের বিয়ে দিয়েছিলেন কে?
উত্তরঃ স্বয়ং আল্লাহ।

৪৫। প্রশ্নঃ বিদায়ী তাওয়াফ কোন শ্রেণীর হাজীদের জন্য করতে হয়
উত্তরঃ বহিরাগত হাজীদের জন্য।

৪৬। প্রশ্নঃ একই ইহরামে উমরা ও হজ্জ করাকে কি বলে
উত্তরঃ হজ্জে কিরান বলে।

৪৭। প্রশ্নঃ জান্নাতুল বাকি কি
উত্তরঃ মদীনা শরীফের একটি গোরস্থান।

৪৮। প্রশ্নঃ শয়তানকে কংকর নিক্ষেপের ও কুরবানী করার স্থান কোথায়
উত্তরঃ মীনা প্রান্তরে।

৪৯। প্রশ্নঃ আরাফার ময়দান কোথায় অবস্থিত
উত্তরঃ মক্কা শরীফ হতে ৮/৯ মাইল দূরে।

৫০। প্রশ্নঃ হজ্জের মীকাত কয়টি ও কি কি
উত্তরঃ হজ্জের মীকাত ৫টি। যথাঃ 
  • যুলহুলায়ফা
  • যাতে ইরাক
  • যুহফাহ
  • কারনুল মানাযেল
  • ইয়ালামলাম
৫১। প্রশ্নঃ হজ্জের ওয়াজিব কয়টি ও কি কি
উত্তরঃ হজ্জের ওয়াজিব ৭টি। যথাঃ
  • মীকাত হতে ইহরাম বাঁধা
  • আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা
  • মুজদালিফার প্রান্তরে রাত যাপন করা
  • আইয়্যামে তাশরীকের রাতগুলো মিনায় কাটানো
  • মাথা মুন্ডানো বা পূর্ণমাথার সমস্ত চুলের আগা কেটে ফেলা
  • তিন জামরায় পাথর নিক্ষেপ করা
  • বিদায়ী তাওয়াফ করা
৫২। প্রশ্নঃ ইহরাম বাঁধার স্থানকে কি বলে
উত্তরঃ ইহরাম বাঁধার স্থানকে মীকাত বলে।

৫৩। প্রশ্নঃ বাংলাদেশীদের জন্য মীকাত কোনটি
উত্তরঃ ইয়ালামলাম নামক স্থান।

৫৪। প্রশ্নঃ হাজীরা পাথর নিক্ষেপ করে কোথায়
উত্তরঃ জামারাতে।

৫৫। প্রশ্নঃ হজ্জ কত প্রকার ও কি কি
উত্তরঃ হজ্জ তিন প্রকার। যথাঃ 
  • ইফরাদ
  • তামাতু
  • কিরাণ
৫৬। প্রশ্নঃ উমরার জন্য নির্দিষ্ট কোন তারিখ আছে কি না
উত্তরঃ না উমরার জন্য নির্দিষ্ট কোন তারিখ নেই। তবে জিলহজ্জ মাসের ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই পাঁচ দিন উমরা করা যায় না।

৫৭। প্রশ্নঃ আশহুরে হজ্জ বলতে কোন কোন মাসকে বুঝানো হয়
উত্তরঃ শাওয়াল, যিলকাদ, যিলহজ্জ মাসকে বুঝানো হয়।

৫৮। প্রশ্নঃ বিদায় হজ্জের ভাষণ মহানবী (সাঃ) কোথায় দিয়েছিলেন
উত্তরঃ আরাফার ময়দানে।

৫৯। প্রশ্নঃ হজ্জ ইসলামের কততম স্তম্ব
উত্তরঃ হজ্জ ইসলামের চতুর্থতম স্তম্ব।

৬০। প্রশ্নঃ হজ্জ কাকে বলে
উত্তরঃ নিদৃষ্ট নিয়মে, নিদিষ্ট সময়ে, কতগুলো কার্যাবলীর মাধ্যমে কা'বা শরীফ ও অন্যান্য নিদিষ্ট স্থান প্রদক্ষিণ করাকে হজ্জ বলে।

৬১। প্রশ্নঃ হজ্জের মূলসময় কখন
উত্তরঃ জিলহজ্জ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত।

৬২। প্রশ্নঃ হজ্জ কাদের জন্য ফরজ
উত্তরঃ যার নিকট মক্কা শরীফ থেকে হজ্জ করে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খরচ বাদে মক্কা শরীফ যাতায়াতের মোটামুটি খরচ পরিমাণ অর্থ থাকে তার উপর হজ্জ ফরয।

৬৩। প্রশ্নঃ হজ্জের ফরজ কয়টি ও কি কি
উত্তরঃ হজ্জের ফরজ ৩টি। যথাঃ
  • ইহরাম বাঁধা
  • আরাফাতের ময়দানে অবস্থান করা
  • ঊায়তুল্লাহ-এর তাওয়াফে জিয়ারত করা
৬৪। প্রশ্নঃ মোহাদ্দিস কাকে বলে?
উত্তরঃ যিনি হাদীস চর্চা করেন এবং বহু সংখ্যক হাদীসের সনদ ও মতন সম্পর্কে জ্ঞান রাখেন তাকে মুহাদ্দিস বলে।

৬৫। প্রশ্নঃ সিহাহ সিত্তা নামক হাদীস গ্রন্থগুলো কি?
উত্তরঃ সিহাহ সিত্তা নামক হাদীস ৬টি যথাঃ 
  • বুখারী শরীফ
  • মুসলিম শরীফ 
  • আবু দাউদ শরীফ
  • তিরমিযি শরীফ
  • নাসায়ী শরীফ
  • ইবনে মাজাহ শরীফ 
৬৬। প্রশ্নঃ হাদীস শাস্ত্রের সংকলক কে?
উত্তরঃ বুখারী শরীফ সংকলক আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ঈসমাঈল বুখারী (রহ.)।সংকলক

৬৭। প্রশ্নঃ পুরুষদের মধ্যে সবচেয়ে বেশী হাদীস বর্ণনা করেন কে
উত্তরঃ হযরত আবু হুরায়রা (রাদি.)।

৬৮। প্রশ্নঃ মহিলাদের মধ্যে সবচেয়ে বেশী হাদীস বর্ণনা করেন কে?
উত্তরঃ হযরত আয়শা (রাদি)

লেখকের মন্তব্য

প্রিয় গ্রাহক আশা করি আজকের বিষয় ইসলাম ধর্ম সম্পর্কিত সাধারণ জ্ঞান জেনে উপকৃত হয়েছেন। আমাদের সকলের কর্তব্য ইসলামকে জানাই এবং বুঝার। আরো জ্ঞান অর্জনের জন্য আমাদের ওয়েব সাইটে ফলো করে রাখুন।

যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে বা আপনার মনের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

A2Z ফিউচারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url