লটকন ফলের উপকারিতা - গর্ভাবস্থায় লটকন খাওয়া যাবে কিনা

আপনি কি জানেন লটকন ফলের উপকারিতা কতটুকু? এবং এই লটকন ফল আপনার কতটা প্রয়োজন? লটকনের রয়েছে অনেক পুষ্টি উপাদান। এছাড়াও আপনার জন্য এই লটকন ফলের অপকারিতা কি কি? এছাড়াও গর্ব অবস্থায় লটকন ফল খাওয়া যাবে কিনা। এই আর্টিকেল থেকে আপনি এমন ধরনের নানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
লটকন ফল
পোস্ট সূচিপত্রঃ  

আজকের বিষয়
  • লটকন ফলের উপকারিতা
  • লটকন ফলের অপকারিতা
  • গর্ভাবস্থায় লটকন ফল খাওয়া যাবে কিনা

লটকন ফলের উপকারিতা

লটকন ফল আমাদের স্বাস্থ্যর জন্য অনেক উপকারী। কারণ লটকন ফলে রয়েছে অনেক পরিমাণে পুষ্টি উপাদান যা আমাদের দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চলুন জেনে নেওয়া যাক লটকন ফলের উপকারিতা-
  • শারীরিক দুর্বলতা দূর
  • বুক ধরফর দূর করে
  • হাত পায়ের ব্যথা দূর করে
  • পায়ের তালু ফাটা রোদ
  • ঠোঁট ফাটা রোদ
  • রক্ত ও হাড়ের ক্ষয় রোধ
  • ক্যান্সার ঝুঁকি কমায়
  • খাদ্য শক্তির ভালো উৎস
  • কোষ খোলার সুস্থতা
  • প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
  • বমি বমি ভাব দূর করে
  • মানসিক অবসান দূর করে
  • তৃষ্ণা মেটাতে সক্ষম
  • শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে
  • ডায়রিয়া দূর করে
  • ক্ষুধামন্দা দূর করে
লটকন ফল এর উপকারিতা বিশ্লেষণ করা হলো-
  • লটকন ফলে রয়েছে নানান খনিজ উপাদান যা আমাদের শরীরে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখে
  • লটকন ফলে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের রক্তশূন্যতা দূর করে। এজন্য যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা লটকন ফল খেতে পারেন
  • লটকন ফলে রয়েছে B1 এটি কার্বোহাইড্রেট কে শক্তিতে রূপান্তর করে এবং স্নায়ু স্বাস্থ্য ভালো রাখে। এছাড়াও আমাদের নার্ভ সিস্টেমকে ভালো রাখে, মন ভালো রাখতে সাহায্য করে, এবং হৃদপিণ্ড ভালো রাখে।
  • লটকনে রয়েছে রিবোফ্লাবিন, এইটা চোখের জন্য অনেক ভালো। এইটা ক্যান্সার প্রতিরোধ করে এবং আমাদের মাথা ব্যথা কমায়। এছাড়া পুষ্টি শোষণের সাহায্য করে এবং শরীরের রক্ত বৃদ্ধিতে সাহায্য করে
  • খাদ্য শক্তির একটি ভালো উৎস হল লটকন ফল। কারণ এটি আমাদের খাদ্য শক্তি পূরণের সাহায্য করে। আর কাঁঠাল তুলনায় এতে দেখুন খাদ্য শক্তি পাওয়া যায়।
  • লটকন ফলে রয়েছে অ্যামাইনো এসিড ও এনজাইম। যা দেহ গঠন ও কোষ কলার সুস্থতা কাজে লাগে। এ সকল উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা ভারতের সাহায্য করে
  • লটকনে কিছু পরিমাণ প্রোটিন ও ফ্যাট পাওয়া যায়। লটকনের প্রোটিন যার প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ও নতুন কোষ জন্মাতে সাহায্য করে। আর ফ্যাট আমাদের শরীরের তাপ উৎপাদন করে, মস্তিষ্কের বিকাশ ঘটায়, তোকে স্বাস্থ্য ঠিক রাখে ও শরীরের শক্তি যোগায়
  • লটকন ফল গা গলানো বা বমি বমি ভাব দূর করে। পাশাপাশি মানসিক অবসাদ দূর করতেও সাহায্য করে থাকে
  • এছাড়াও গরমের দিনে তৃষ্ণা মিটাতে পারে এ লটকন। কারণ লটকন ফলে রয়েছে অনেক জলই অংশ যা গরমের সময় দেহে তৃষ্ণা মিটায়
  • লটকন ফলের পাতা ও শিকড় খেলে দেহের নানা অসুখ দূর হয়ে থাকে।

লটকন ফলের অপকারিতা

লটকন ফলে অনেক উপকারিতা রয়েছে যা আমাদের দেহের জন্য অনেক প্রয়োজন। কিন্তু তার মাঝে আমাদের খাবার ভুলের কারণে আমাদের শরীরে অনেক ক্ষতি হতে পারে। 
আবার কিছু কিছু মানুষের জন্য এই ফলটি খাওয়া উচিত হবে না। এবং লটকন ফল যদি আপনি বেশি মাত্র খেয়ে ফেলেন তাহলে আপনার ক্ষতি হতে পারে।
  • লটকন ফল বেশি খাওয়ার ফলে ক্ষুধা মন্দা সমস্যা দেখা দিতে পারে
  • খালি পেটে খেলে আপনার সমস্যা হতে পারে এজন্য কিছু খাওয়ার আধা ঘন্টা পর লটকন ফল খাবেন
  • অবশ্যই মনে রাখবেন যে লটকন ফলের সাথে দুধ খাওয়া উচিত নয়। এর জন্য এই ফল খাবার এক ঘন্টা আগে বা পরে কোন মোটেও দুধ ও দুগ্ধ জাতীয় কোন খাবারে উচিত নয়
  • লটকন ফল খেতে হবে সকালে কারণ সন্ধ্যার পরে এই ফল খেলে গ্যাস, এসিডিটি হতে পারে।
  • তাহলে তো আপনি বুঝতে পারলেন লটকন ফলের উপকারিতা বেশি কিন্তু অপকারিতা খুবই কম। এজন্য আপনার খাবার টেবিলে অবশ্যই লটকন ফল রাখবেন এবং নিয়ম মেনে খাবেন।

গর্ভাবস্থায় লটকন খাওয়া যাবে কিনা

গর্ভাবস্থায় লটকন খাওয়া যাবে কিনা
অনেকের মনে প্রশ্ন থাকে যে গর্ভাবস্থায়  লটকন খাওয়া যাবে কিনা। আসলে হা গর্ভাবস্থায় লটকন খাওয়া যাবে। প্রতি ১০০ গ্রাম লটকনে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ক্রোনিয়াম, প্রোটিন ও ফ্যাট থাকে। 
এ সকল উপাদান গর্ভবতী শরীরের রক্ত উৎপাদন করে এবং গর্ভের বাচ্চা হাড় গঠনে সহায়তা করে। লটকন ফলে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা শরীরকে সুস্থ রাখতে অনেক সাহায্য করে

ভালো দিকঃ
  • গর্ভাবস্থায় একজন গর্ভবতী ভিটামিন সি এর চাহিদা থাকে সবচেয়ে বেশি। কারণ এ সময় গর্ভবতী মায়েরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
  • ফলে প্রচুর পরিমাণে রয়েছে চর্বি, আমিষ, লৌহ ও খনিজ পদার্থ। যা খেলে মানসিক অবসাদ দূর হয়। মানে গর্ভবতী মা খুব সহজে দুর্বলতা অনুভব করবে না।
  • লটকন ফল খাবার রুচি বাড়াই। আর গর্ভাবস্থায় মায়েদের খাবার রুচি হারিয়ে যায় এজন্য লটকন ফল তাদের রুচি আনতে সাহায্য করবে।
  • একটি লটকনে কুয়ায় খাদ্য শক্তি থাকে প্রায় ৯২ কিলো ক্যালরি, অবাক করা বিষয় হলো এত ক্যালরী আছে কাঁঠালের প্রায় দ্বিগুণ। সে যেন গর্ভাবস্থায় ক্যালরি চাহিদা পূরণ করতে লটকন একটি আদর্শ ফল
  • লটকনের রয়েছে অ্যামাইনো এসিড ও অ্যানজাইম। যা গর্ভের বাচ্চার দিয়ে গঠন ও কোষ কলা সুস্থ রাখতে অনেক কাজে লাগে।
  • গর্ভাবস্থার সময় অনেক মহিলাদের বমি হয় অনেক বেশি। কিন্তু লটকন ফল খাওয়ার ফলে অনেকটাই উপকার পাবে। কারণ লটকন ফল বমি বমি ভাব দূর করতে সাহায্য করে
  • লটকনের মাঝে প্রচুর পরিমাণে ভিটামিন বি, যার মধ্যে ভিটামিন B1 আছে ১০.০৪ মিলিগ্রাম এবং ভিটামিন B2 আছে ০.২০ মিলিগ্রাম। লটকন ফলের খাওয়ার দিক দিয়ে খুবই সমৃদ্ধ।
ক্ষতিকর দিকঃ
গর্ভাবস্থায়ী লটকন খাওয়া নিরাপদ কিন্তু আপনাকে মনে রাখতে হবে অতিরিক্ত খাওয়া অন্যান্য ফলের ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। এজন্য গর্ভাবস্থায় লটকন খেলে অতিরিক্ত খাবেন না। আর অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবে

লেখক এর মন্তব্য

প্রিয় গ্রাহক আজকের এই আর্টিকেল থেকে আপনি লটকন ফলের উপকারিতা অপকারিতা ও গর্ভাবস্থার লক্ষণ ফল খাওয়া যাবে কিনা এর সকল সম্পর্কে ধারণা পেয়েছেন। এই আর্টিকেল থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন।

আর আপনার যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় বা কোন কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না। এমন আরো নতুনত্ব তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

A2Z ফিউচারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url