১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৪ - 5 Best Samsung Smart Phones 2024

আপনার যদি বাজেট হয় ১৫ থেকে ২০ হাজার টাকা হয় এবং এই বাজেটের মধ্যে যদি সব থেকে ভালো মোবাইল ফোন কিনতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য কারণ এই আর্টিকেলে আমি কথা বলবো ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৪ Samsung এর সেরা ৫টি মোবাইল ফোন নিয়ে আলোচনা করব। আর এগুলো বাংলাদেশে সবচেয়ে কম দামে স্মার্টফোন।
১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৪
পোস্ট সূচিপত্রঃ আর Samsung এ ফোনগুলো অনেক দিন ধরে ব্যবহার করা যায়, এছাড়া এই ফোনগুলো অনেক দিন ধরে ভালো Performance পাওয়া যায়। আর আমরা যে পাঁচটি Samsung এর মোবাইল ফোন রেখেছি, এ পাঁচটি মোবাইল ফোনের User reviews ভালো পেয়েছি। এজন্য এই ফোনগুলো অনেকদিন ধরে ব্যবহার করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল বিষয়।

১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৪

আর্টিকেল থেকে আপনি নিম্নলিখিত আলোচনা করব নতুন মোবাইল ফোন ২০২৪ এবং এ পাঁচটি নতুন মোবাইল ফোন ২০২৪ দাম বলব। আশা করি আজকের এই পাঁচটি সেটা স্মার্ট ফোন আপনার পছন্দ হবে। চলুন কথা না বাড়িয়ে মেন বিষয়ে আসা যাক।
সেরা ৫ টি ফোনঃ
  1. Samsung Galaxy A24
  2. Samsung Galaxy F23 5G
  3. Samsung Galaxy F13
  4. Samsung Galaxy A04s
  5. Samsung Galaxy A04

৫। Samsung Galaxy A04

১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৪
এই মোবাইলটি হলো Samsung Galaxy A04, এই মোবাইলটিতে ডিসপ্লে পাবেন 6.5 inches মাপের একটি HD+ PLS LCD ডিসপ্লে। আর এই মোবাইলটির পেছন সাইডে পাবেন ২টা ক্যামেরা সেটআপ।

যার প্রাইমারি লেন্স হলো 50 MP, f/1.8, (wide), AF এবং তার সাথে পাবেন 2 MP, f/2.4, (depth)। এই মোবাইলের পেয়েছেন ক্যামেরার দিয়ে একটি Full HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন।

আর এমন বাজেটের মোবাইলে আপনি ভালই ফটোগ্রাফি তুলতে পারেন। এখানে পাবেন 5 MP, f/2.2 সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি Full HD ভিডিও রেকর্ড করতে পারবেন এবং মোটামুটি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন।
এই মোবাইলটির Power এর জন্য থাকছে Mediatek Helio P35 প্রসেসর, এই প্রসেসরটি 12 ন্যানোমিটার। এই মোবাইলটিতে Out of the box থাকছে Android 12, এবং ব্যাক হ্যান্ডে থাকছে One UI Core 5.0। এখানে আপনি upgradable to Android 15 পর্যন্ত পাবেন।

আর এখানে ব্যাটারির জন্য পাবেন Li-Po 5000 mAh, non-removable একটি ব্যাটারি এবং সাথে পাবেন 15w একটি ফাস্ট চার্জার। বর্তমান সময়ে এই মোবাইলটির অফিশিয়াল কিছু ডিসকাউন্টে (3-32GB) ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ১৫৯৯৯ টাকা এবং পূর্বের দাম ছিল ১৬৯৯৯ টাকা। এবং এর ( 4- 64) ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ১৬৯9৯ টাকা আর পূর্বের মূল্য ছিল ১৭৯৯৯ টাকা।

আপনার যদি বাজেট ১৬ থেকে ১৭ হাজার টাকার মধ্যে হয়ে থাকে এবং এই বাজেটের মধ্যে Samsung এর মোবাইল নিতে চান তাহলে এই মোবাইলটি কিনতে পারেন।

৪। Samsung Galaxy A04s

১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৪
এই মোবাইলটি হল Samsung Galaxy A04s। এই মোবাইলটিতে ডিসপ্লে পাবেন 6.5 inches মাপের একটি HD+ PLS LCD ডিসপ্লে। আর এই মোবাইলটির পেছন সাইডে পাবেন ৩টা ক্যামেরা সেটআপ।

যার প্রাইমারি লেন্স হলো 50 MP, f/1.8, (wide), PDAF এবং তার সাথে পাবেন 2 MP, f/2.4, (depth) এবং 2 MP, f/2.4, (macro) ও। এই মোবাইলের পেয়েছেন ক্যামেরার দিয়ে একটি Full HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন।

আর এমন বাজেটের মোবাইলে আপনি ভালই ফটোগ্রাফি তুলতে পারেন। এখানে পাবেন 5 MP, f/2.2, (wide) সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি 720p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং মোটামুটি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন।
এই মোবাইলটির Power এর জন্য থাকছে Exynos 850 প্রসেসর, এই প্রসেসরটি 8nm । এই মোবাইলটিতে Out of the box থাকছে Android 12, এবং ব্যাক হ্যান্ডে থাকছে One UI Core 5।

আর এখানে ব্যাটারির জন্য পাবেন Li-Po 5000 mAh, non-removable একটি ব্যাটারি এবং সাথে পাবেন 15W wired একটি ফাস্ট চার্জার। বর্তমান সময়ে এই মোবাইলটির অফিশিয়াল কিছু ডিসকাউন্টে (4-64GB) ভেরিয়েন্টে কিছু ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে ১৮৯৯৯ টাকা এবং পূর্বের দাম ছিল ১৯৯৯৯ টাকা।

আপনার যদি বাজেট ১৮ থেকে ১৯ হাজার টাকার মধ্যে পাশে পাশে হয়ে থাকে এবং এই বাজেটের মধ্যে Samsung এর মোবাইল নিতে চান তাহলে এই মোবাইলটি কিনতে পারেন।

৩। Samsung Galaxy F13

Samsung Galaxy F13
এই মোবাইলটি হল Samsung Galaxy F13। এই মোবাইলটিতে ডিসপ্লে পাবেন 6.6 inches মাপের একটি HD+ PLS LCD ডিসপ্লে। আর এই ডিসপ্লে তে পাবেন Corning Gorilla Glass 5 প্রটেকশন। আর এই মোবাইলটির পেছন সাইডে পাবেন ৩টা ক্যামেরা সেটআপ।

যার প্রাইমারি লেন্স হলো 50 MP, f/1.8, (wide), PDAF এবং তার সাথে পাবেন 5 MP, f/2.2, 123˚ (ultrawide) এবং 2 MP, f/2.4, (depth)। এই মোবাইলের পেয়েছেন ক্যামেরার দিয়ে একটি Full HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন।

আর এমন বাজেটের মোবাইলে আপনি ভালই ফটোগ্রাফি তুলতে পারেন। এখানে পাবেন 8 MP, f/2.2, (wide)) সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি Full HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন।

এই মোবাইলটির Power এর জন্য থাকছে Exynos 850 প্রসেসর, এই প্রসেসরটি 8nn । এই মোবাইলটিতে Out of the box থাকছে Android 12, এবং ব্যাক হ্যান্ডে থাকছে One UI Core 5.1।

এখানে সিকিউরিটির জন্য থাকতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর এখানে ব্যাটারির জন্য পাবেন Li-Po 6000 mAh, non-removable একটি ব্যাটারি এবং সাথে পাবেন 15W wired একটি ফাস্ট চার্জার। বর্তমান সময়ে এই মোবাইলটির অফিশিয়াল (4-64GB) ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ২১৯৯৯ টাকা তবে এ মোবাইলটির আন অফিসিয়াল (6-128) ভেরিয়েন্টি পাওয়া যাচ্ছে ( 15500-16000) টাকার মধ্যে।

আপনার যদি বাজেট ১৫ থেকে ১৬ হাজার টাকার মধ্যে পাশে পাশে হয়ে থাকে এবং এই বাজেটের মধ্যে Samsung এর মোবাইল নিতে চান তাহলে এই মোবাইলটি কিনতে পারেন।

২। Samsung Galaxy F23 5G

১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৪
এই মোবাইলটি হল Samsung Galaxy F23 5G। এই মোবাইলটিতে ডিসপ্লে পাবেন 6.6 inches মাপের একটি TFT LCD, 120Hz ডিসপ্লে। আর এই ডিসপ্লে তে পাবেন Corning Gorilla Glass 5 প্রটেকশন। আর এই মোবাইলটির পেছন সাইডে পাবেন ৩টা ক্যামেরা সেটআপ।

যার প্রাইমারি লেন্স হলো 50 MP, f/1.8, (wide), PDAF এবং তার সাথে পাবেন 8 MP, f/2.2, 123˚ (ultrawide), 1/4.0", 1.12µm এবং 2 MP, f/2.4, (macro)। এই মোবাইলের পেয়েছেন ক্যামেরার দিয়ে একটি 4K@30fps, 1080p@30fps, 720p@480fps ভিডিও রেকর্ড করতে পারবেন।

আর এমন বাজেটের মোবাইলে আপনি ভালই ফটোগ্রাফি তুলতে পারেন। এখানে পাবেন 8 MP, f/2.2, (wide) সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি Full HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন।

এই মোবাইলটির Power এর জন্য থাকছে Snapdragon 750G 5G প্রসেসর, এই প্রসেসরটি 8nn । এই মোবাইলটিতে Out of the box থাকছে Android 12, এবং ব্যাক হ্যান্ডে থাকছে One UI 5.1। আর এখানে Android 15 পর্যন্ত আপডেট পাবেন।

এখানে সিকিউরিটির জন্য থাকতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর এখানে ব্যাটারির জন্য পাবেন Li-Po 5000 mAh, non-removable একটি ব্যাটারি এবং সাথে পাবেন 25W wired একটি ফাস্ট চার্জার। বর্তমান সময়ে এই মোবাইলটির আন অফিসিয়াল (6-128) ভেরিয়েন্টি পাওয়া যাচ্ছে ( 21000) টাকার মধ্যে।
আপনার যদি বাজেট ২০ হাজার টাকার থেকে কিছুটা বেশি তারা এই বাজেটের মধ্যে Samsung 5G এর মোবাইল নিতে চান এবং এটি ক্যামেরার পাশাপাশি ক্যাজুয়াল গেম প্লে করতে চান তাহলে এই ফোনটি কিনতে পারেন।

১। Samsung Galaxy A24

১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৪
এই মোবাইলটি হল Samsung Galaxy A24। এই মোবাইলটিতে ডিসপ্লে পাবেন 6.6 inches মাপের একটি Super AMOLED, 90Hz, 1000 nits (peak) ডিসপ্লে। আর এই মোবাইলটির পেছন সাইডে পাবেন ৩টা ক্যামেরা সেটআপ।

যার প্রাইমারি লেন্স হলো 50 MP, f/1.8, (wide), PDAF, OIS এবং তার সাথে পাবেন 5 MP, f/2.2, 123˚ (ultrawide), 1/5", 1.12µm এবং 2 MP, f/2.4, (macro) এছাড়া ওর সাথে পাচ্ছেন LED flash, panorama, HDR। এই মোবাইলের পেয়েছেন ক্যামেরার দিয়ে 1080p@30fps ভিডিও রেকর্ড করতে পারবেন।

আর এমন বাজেটের মোবাইলে আপনি ভালই ফটোগ্রাফি তুলতে পারেন। এখানে পাবেন 13 MP, f/2.2, (wide) সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি Full HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন।

এই মোবাইলটির Power এর জন্য থাকছে Mediatek Helio G99 প্রসেসর, এই প্রসেসরটি (6nm) । এই মোবাইলটিতে Out of the box থাকছে Android 13, এবং ব্যাক হ্যান্ডে থাকছে One UI 5.1।

এখানে সিকিউরিটির জন্য থাকতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর এখানে ব্যাটারির জন্য পাবেন Li-Po 5000 mAh, non-removable একটি ব্যাটারি এবং সাথে পাবেন 25W wired একটি ফাস্ট চার্জার। বর্তমান সময়ে এই মোবাইলটির আন অফিসিয়াল (4-128) ভেরিয়েন্টি পাওয়া যাচ্ছে ( 19000) টাকার মধ্যে এবং (6-128) ভেরিয়েন্টি পাওয়া যাচ্ছে ( 21000-21500) টাকার মধ্যে।

আপনার যদি বাজেট ২০ থেকে21 হাজার টাকার মধ্যে তারা এই বাজেটের মধ্যে Samsung এর মোবাইল নিতে চান এবং এটি ক্যামেরার পাশাপাশি ক্যাজুয়াল গেম প্লে করতে চান তাহলে এই ফোনটি কিনতে পারেন।

লেখকের মন্তব্য

আজকে আর্টিকেলের ছিল Samsung মোবাইলের ১৫ থেকে ২০ হাজার বাজেটের মধ্যে সবচেয়ে ভালো ফোন। এখন আপনি আপনার বাজেট অনুযায়ী এই পাঁচটি ফোনের মধ্যে যে কোন একটি ফোন নিতে পারেন। আশা করি আপনার বাজেট একটি ভাল ফোন নিতে পারবেন।

আর এ সকল ফোন গেম প্লে করতে পারবেন এছাড়াও ভালো ছবি তুলতে পারবেন। আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন এমন নিত্যনতুন আর্টিকেল পড়তে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

A2Z ফিউচারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url