মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ - প্রেমিকাকে খুশি করার মেসেজ

প্রতিটা ভালোবাসার মানুষকে মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ বা প্রেমিকাকে খুশি করার মেসেজ উপহার দিলে ‍ভালোবাসার মানুষ খুশি হয়ে যাই। আজকে এই পোষ্ট থেকে, আপনার ভালোবাসার মানুষকে একটি মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ দিন।
মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ - প্রেমিকাকে খুশি করার মেসেজ
প্রত্যেক মনের মানুষ চায় যে আপনি তাকে সুন্দর সুন্দর কথা বলেন। এইজন্য আমি নিয়ে চলে আসলাম আপনার জন্য নতুন নতুন রোমান্টিক এসএমএস সহ প্রেম তা ছাড়াও, আপনি যদি চান আপনার প্রেমিকাকে একটি সুন্দর চিঠি লিখবেন। আমি এখানে নতুন ইউনিক প্রেমের ছন্দ, খুশি করার এসএমএস এবং রোমান্টিক চিঠি এইগুলো আর কোথাও পাবেন না কারণ এগুলো ইউনিক। আপনার মনের মানুষকে ছন্দ বা এসএমএস দেওয়ার জন্য বেছে নিন।
পোস্ট সূচিপত্রঃ  

মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ

মনের মানুষকে খুশি করার জন্য অনেক মিষ্টি রোমান্টিক প্রেমের ছন্দ রয়েছে। এ সকল রোমান্টিক ছন্দ গুলো যদি আপনার ভালোবাসার মানুষকে দেন তাহলে সে অনেক খুশি হয়ে যাবে। 
শুধুমাত্র প্রেমিকা ভালোবাসা দিলেই হবে না ভালোবাসা দেওয়ার মত কিছু ছন্দ উপহার দিতে হবে। যেন সে আপনার প্রতি অনেক ইমপ্রেস হয়ে যায়। চলুন কিছু রোমান্টিক প্রেমের ছন্দ নিয়ে আপনার ভালোবাসার মানুষকে উপহার দিন।

  • বুকের মধ্যে আছে ভালোবাসা, মনের মধ্যে আছো তুমি, আর মাত্র কিছুদিন পর আমি হব তোমার স্বামী
  • মেঘলা আকাশে রোদের পরী, মিষ্টি হাসি দাও ভালোবেসে, আদর করে মনটা নিয়ে নাও, আই লাভ ইউ
  • দুটি মানুষের দুটি দিল, তার মধ্য কত মিল, দুটি মনের দুটি আশায়, এক হয়েছে ভালোবাসা
  • আকাশে ভরা নীল পাখি, তুমি আমাকে কখনো দিওনা ফাকি, আমি এখন সারাদিন বসে বসে তোমার ছবি আকি
  • তোমার ওই কাজল চোখের মায়াই, আমি কবে যেন, তোমার ওই চোখের সমুদ্রে ডুবে যাব।।
  • তোমাকে আমি ভালোবাসি এটি সবাই বলতে পারে' কিন্তু সত্যি কারের ভালোবাসা কয় জনে তা দিতে পারে
  • দুই কানাতে সোনার দুল সোনার না কতই দাম' সেই দুলেতে লেখা আছে তোমার আর আমার নাম
  • দুই হাতে সোনার চুরি, আরো গলার মালা, ভালো বেসে বিয়ে করবো দিয়োনা এত জালা
  • আমি হলাম নদী, তুমি সেই নদীর ঢেউ, চুপি চুপি প্রেম করিব জানতে পারবে না কেউ
  • মুখের ভাষায় নয় হৃদয়ের ভাষায় ভালবাসি বলতে চাই, আবার জন্ম নিলে যেন তোমাকে আমি পাই
  • কখনো ভাবিও না যে আমি তোমার থেকে আছি দূরে বন্ধু হয়ে থাকো সারা জীবন নয়ন জুড়ে
  • তুমি যদি আপন ভাবো লাগবে কাউকে, চিরকাল থাকবো আমি তোমারি পাশে
  • তোমার চোখে অশ্রু থেকে, আমার মন কাঁদে, ভালোবাসা অস্ত্র দিয়ে নয়, হয় মনের মাঝে
  • ভালোবাসার স্বপ্ন নীল সাগরের মত সত্য, গোলাপ ফুলের মত তেমনি সুন্দর
  • তুমি আমার মনের স্বপ্ন সেই চাঁদেরই আলো, তাইতো তোমায় এত বেসেছি ভালো
  • স্কুলে তোমাকে দেখেছিলাম, কলেজে উঠে তোমার প্রেমে পড়েছিলাম, বুকের ওপরে লিখেছিলাম তোমারই নাম
  • ঘুমের ঘরে জেগে আছে আমারি মন, এই মনটা চাই শুধু তোমাকেই সারাক্ষণ
  • রাত্রি আকাশে তারার মেলা, একা লাগে তোমায় ছাড়া, মনে পড়ে তোমার কথা, কেমন আছ একা একা
  • ফুলের মাঝে রেখেছি যত্ন করে আমার এ মন, অপেক্ষায় আছি কখন আসবে তোমার ওই মন, একসাথে হব যখন সাজাবো দুইটি জীবন
  • আকাশ ভরা তারা, চাঁদের মত মুখটি তোমার, মুখে তোমার মধুর হাসি ভরা

প্রেমিকাকে খুশি করার মেসেজ

প্রেমিকাকে খুশি করার মেসেজ
আপনি আপনার প্রেমিকাকে খুশি করার জন্য অনেক উপায় খুঁজে বেড়াচ্ছেন। এমন কি কিভাবে আপনার প্রেমিকাকে এসএমএস দিলে আপনার প্রেমিকা খুশি হয়ে যাবে এটা ভাবছেন। প্রত্যেকটি ছেলের জীবনে একটি মেয়ে গেঁথে বসে, এবং সে ছেলেটি সে মেয়েকে ছাড়া কিছু বুঝতে চায় না। 
কিন্তু সে ভালোবাসার মানুষকে কিছু বলার মত কথা সে খুঁজে পায় না। আসুন আমি আপনাকে এই পোস্ট থেকে এমন কিছু এসএমএস দেব যা আপনার প্রেমিকাকে দিলে অনেক খুশি হয়ে আপনার প্রতি ইম্প্রেস হয়ে যাবে।

  • তুমি এত সুন্দর, এবং তোমার মনটাও এতটাই সুন্দর যে ‘এই মনটা দিয়ে পুরো পৃথিবীকে জয় করা যাবে‘
  • আমি তোমাকে এতটাই ভালবাসি, ‘যে আমার মৃত্যুর পরেও আমার এই ভালোবাসা শেষ হবে না‘
  • আমার জীবনটা এতটাই অন্ধকার ছিল, কিন্তু আমি ভাবতে পারিনি ‘তুমি আমার জীবনে আসার পর আমার জীবন এতোটা আলোকিত হয়ে যাবে’
  • আমার জীবনে একটি মানুষ ভরসা ছিল না, কিন্তু তুমি একমাত্র মানুষ ‘তোমাকে পুরোটা বিশ্বাস করি এবং আমার মনের সকল কথা খুলে বলতে পারি’
  • সকাল-বিকাল শুধু তোমার কথাই মনে পড়ে, “তোমার সেই দুটি চোখ আমার চোখে ভাসে” “তোমার সেই মুখের হাঁসি, আমার মনের মধ্যে হেসে ওঠে”
  • তোমাকে পেয়ে আমি অনেক খুশি, পুরা দুনিয়ার খুশি একসাথে করলেও’ তোমাকে পাওয়ার মত খুশি কখনো হবে না
  • তোমাকে নিয়ে আমি নতুন জীবন শুরু করতে চাই, তুমি আমার একমাত্র ভালোবাসা
  • চাঁদ যতটা সুন্দর তার থেকেও দ্বিগুণ সুন্দর তুমি
  • তোমাকে আমি অনেক ভালবাসি যা তোমার কল্পনার বাহিরে
  • আমি তোমাকে কতটা ভালবাসি এটা তুমি কল্পনা করতে পারবেনা' এমনকি তুমি কেন, পুরা দুনিয়া কেউ কল্পনা করতে পারবে না আমি তোমাকে কতটা ভালবাসি
  • তুমি কি জানো জান ‘তোমাকে ছাড়া আমি থাকতে পারিনা’
  • তোমাকে এক মুহূর্তের জন্য না দেখতে পেলে নিজেকে অসহায় লাগে
  • জান তোমাকে ছেড়ে আমার এক মুহূর্ত ভালো লাগেনা
মন্তব্যঃ আপনাকে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, যে প্রতিটা কথার মুহুর্তে আপনাকে তার বিভিন্ন বিষয়ে সুনাম করতে হবে। সে তো হতে পারে তার চুল, চোখ, মুখ ইত্যাদি। আর অবশ্যই পজেটিভ কথা বলতে হবে। আশা করি বুঝতে পারছেন যে আপনার প্রেমিকাকে খুশি করার জন্য কি কি এসএমএস বা মেসেজ করবেন। অবশ্য আপনার মতামত কম কে মাধ্যমে জানান।

আপনার প্রিয় পোস্টের তালিকায় হতে পারে

প্রেমিকার কাছে রোমান্টিক চিঠি

প্রেমিকার কাছে রোমান্টিক চিঠি
আপনি আপনার প্রেমিকাকে একটি রোমান্টিক চিঠি দিতে চান কিন্তু কিভাবে দিবেন তা বুঝতে পারছেন না। সমস্যা নাই আমি এই পোস্টে কয়েকটি রোমান্টিক চিঠি নিয়ে এসেছি। যেগুলো আপনার প্রেমিকাকে লিখে দিতে পারেন। এই লেটারগুলো অন্য কোথাও আর পাবেন না। এখনই একটি চিঠি বেছে নিয়ে আপনার কাকে লিখে দিন।
১।

বরাবর,
রশ্নি খাতুন,
হে প্রিয়তমা, “আমার এই হৃদয়ের ভালোবাসা নিও, তুমি কি জানো এই পৃথিবীতে চারটি জিনিস পাওয়া খুবই কষ্টকর। প্রথমত মানুষের মন, নিজের মনের মত মানুষ, নিস্বার্থ ভালোবাসা, এবং কষ্টের ভাগীদার। তোমার ওই মনের মধ্যে জায়গা পাব কিনা আমি যানিনা। তবুও আমার প্রতিটি দিন ও গভীর রাত কাটে শুধু তোমার অপেক্ষায়। আমি একটি কথা তোমাকে বলতে চাই, তোমার এই মাথার উপরে আকাশের মত সীমাহীন ভালোবাসি তোমাকে। আমি তোমার ভালোবাসার অপেক্ষায় রইলাম”।।

ইতি,
তোমার ভালোবাসা পাগল
আছিপ

২।

বরাবর,
রাফসানা বেগম,
হে প্রিয়তমা, “আমার ভালোবাসা নিও, প্রথম সেদিন তোমাকে দেখেছিলাম, আমার চোখ তোমার দিক থেকে সরাইতে পারছিলাম না। তোমার সেই মধুর হাসিতে আমার এই মনটা কেড়ে নিয়েছে। তোমাকে আমার এতটা ভালো লাগে যে এই ভালোবাসার বর্ণনা না আমি দিতে পারবো না। ‘ঘুমের ঘরে জেগে আছে আমার এই মন, এই মনটা চাই শুধু তোমাকেই সারাক্ষণ’। আমার মনের ভালোবাসা এক ফোঁটা যদি দেখতে পেতে তুমি, বুঝতে এই ভালোবাসা কতটা সোনার চেয়ে খাটি। তুমি আমার মনের স্বপ্ন সেই চাঁদেরই আলো, তাইতো তোমায় এত বেসেছি ভালো। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি'''''''আই লাভ ইউ।।

ইতি
তোমার ভালোবাসা
আরিফ

৩।

বরাবর,
আফরিন,
শুরুতে জানায় আমার ভালোবাসার শুবেচ্ছা, ভালোবাসা কি হয়তো আমি জানিনা। তবুও কেন জানিনা তোমাকে আমি মন দিয়ে ফেলেছি। তোমাকে আমি এতটা ভালোবেসে ফেলব তা কখনোই বুঝতে পারি নাই। হয়তো আমার মনের শূন্যস্থান পূরণের জন্য তোমাকে ভালোবেসে ফেলেছি।তুমি যখন আমার চোখের সামনে আসো তখন মনের ভেতর কেমন করে উঠে। বুঝিনা কেনো এত ভালোবেসে ফেলেছি। মনে মনে তোমায় নিয়ে অনেক স্বপ্ন সাজিয়েছি। জানিনা স্বপ্নটাকি স্বপ্ন রয়ে যাবে। ভাগ্য করে তোমাকে পেয়ে যেতাম হয়তো আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতোনা।জানিনা তুমি আমাকে ভালোবাসো কি ন, তবে আমি তোমায় অনেক ভালোবাসি। আমার জীবনের গল্পের পাতায় শুধু তুমি। তোমার ওই মায়াবী দুটি চোখ পাগল করে দেয় আমায়। তোমার মুখের ওই হাসিটা আমার হৃদয় ছুঁয়ে যায়। আমি হলাম নদী, তুমি সেই নদীর ঢেউ, চুপি চুপি প্রেম করিব জানতে পারবে না কেউ। তোমাকে আমি অনেক ভালবাসি যা বলে বোঝানোর মতো না আই লাভ ইউ জান,,,,,,,,,,,

ইতি,
তোমার ভালোবাসার পাগল ছেলে
জুয়েল

৪।

বরাবর,
মমিনা,
প্রিয় শুরুতে আমার ভালোবাসা নিও। ভালোবাসা যত সুন্দর যা তোমাকে ভালো না বাসলে বুঝতে পেতাম না।তুমি কি আমার হবে পথে চলার সাথী। জানিনা বিধাতা সেই ভাগ্য লিখেছে কি না। তবুও আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। তুমি হয়তো আমার থেকে অনেক দূরে আছো, তবুও আমার কল্পনার সব সময় রয়েছে। মন তো চাই তোমাকে আমার অনেক কাছে রাখি। জানিনা এটা স্বপ্ন থেকে যাবে কিনা। আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাবো। আমার মনের মাঝে অনেক যত্ন করে রেখে দিয়েছে।ফুলের মাঝে রেখেছি যত্ন করে আমার এ মন, অপেক্ষায় আছি কখন আসবে তোমার ওই মন, একসাথে হব যখন সাজাবো দুইটি জীবন।আশা, আবেগ এবং ভরসা নিয়ে তোমার অপেক্ষায় থাকলাম।

ইতি,
তোমার ভালোবাসার মানুষ
মিলন

৫।

বরাবর,
সাথি আক্তার,
প্রিয়তমা প্রথমে জানাই হৃদয়ের ভালোবাসা শুভেচ্ছা। কি দিয়ে শুরু করবো তা আমি জানিনা। আমি তোমাকে প্রথম দেখাতেই এত যে ভালবেসে ফেলেছি। তোমার সেই চোখের চাহনিতে আমি উদার হয়ে গিয়েছে। এই ভালোবাসা শুধু তোমার জন্যই যত্ন করে রেখেছি। আমার ভালোবাসাটা যেদিন সার্থক হবে সেদিন তুমি এসে বলবে আমি শুধু তোমাকে ভালোবাসি। সেই দিনে আমার জন্য সবচেয়ে খুশির দিন হবে। জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি। নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পেয়েছি। জানতাম না ভালোবাসে কি তোমায় দেখে শিখেছি। হাঁ, প্রিয় তোমাকে বড্ড বেশি ভালো বেসে ফেলেছি।আমার এই হৃদয়ে গভীরের মধ্য রয়েছে তুমি, তোমাকে নিয়ে স্বপ্ন দেখি’ সারাক্ষণই, ভালোবাসি শুধু তোমায় আমি, কবে যে হবে, তুমি আমার জীবনের মনি। এভাবে বাসবো ভালো সারা জীবন, ভালোবেসে যে তোমায় আমি করে নিয়েছি অনেক আপন।

ইতি,
তোমার অন্ধভালোবাসা
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

লেখক এর মন্তব্য

প্রিয় ভালোবাসার মানুষ। তোমাদের প্রিয় মানুষকে চিঠি দেওয়ার জন্য আজকে আর্টিকেলে যে চিঠিগুলো লিখেছে এগুলো সব নিজেই লিখেছে। আশা করি আপনার এই চিঠিগুলো এবং এসএমএস ও রোমান্টিক প্রেমের ছন্দ দেখে আপনার ভালো লেগেছে। আপনার জন্য আমি সব সময় এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট আনবো এর জন্য অবশ্যই আমার ওয়েবসাইটটি ফলো করে রাখবেন।

যদি আপনার কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনি আপনার মতামত কমিটির মাধ্যমে দিয়ে দিবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

A2Z ফিউচারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url