সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি

সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি, শুনে অবাক হয়ে যাচ্ছেন হ্যাঁ এটাই সত্য। কয়েক সেকেন্ডের মধ্যে আপনি লক্ষ লক্ষ কোটি নেকি আপনার আমলনামায় নিতে পারবেন। ভাবতে অবাক লাগতে পারে কিন্তু আপনি আজকের এই পোস্ট থেকে সেকেন্ডে লক্ষ লক্ষ নেকি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি
পোস্ট সূচিপত্রঃ আপনি হয়তো বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন যে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেও লক্ষ লক্ষ সওয়াব বা নেকি কিভাবে নেওয়া যায়। আর কোথাও ঘুরাঘুরি লাগবে না আমি এখানে খুব সহজে এবং প্রমাণসহ দেখিয়েছি যে আপনি কিভাবে আপনার আমলনামায় লক্ষ লক্ষ সওয়াব বা নেকি নিতে পারবেন। সম্পূর্ণ পোস্টটি পড়ুন এবং আপনি আমলনামায় কোটি কোটি নেকি যোগ করুন।

সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি

এখানে দশটি নেকি কথা বলা হয়েছে যে গুলো আপনি আমল করলে সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি পেয়ে যাবেন। দশটির মধ্যে একটিও মিস করবেন না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ে মুখস্ত করে নেবেন।
১) ১০ সেকেন্ডে কিভাবে ২০ লক্ষ থেকে ১৪ কোটি নেকি লাভ হয়

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ إِلَهَ وَاحِدًا أَحَدًا صَمَدًا لَمْ يَتَّخِذُ صَاحِبَةً وَلَا وَلَدًا وَلَمْ يَكُن لَّهُ كُفُوا أَحَدٌ

উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারিকালাহু আহাদান সমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফু ওয়ান আহাদ।

ফজিলতঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া একবার পাঠ করবে আল্লাহ তা'আলা তাকে ২০ লক্ষ নেকি দান করবেন। ফজর নামাজের পরপরই পড়াও একটি সুন্নাহ আমল। রমজানে পড়লে ১৪ কোটি নাকি লাভ হয়।(তারগীত তারহীম, ফাজায়েল আ’মাল)

২) পাঁচ সেকেন্ডে কিভাবে এক লক্ষ থেকে ৭০ লক্ষ নেকি লাভ হয়

উত্তরঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি لاَ اِلَهَ اِلاَّ اللهُ লা ইলাহা ইল্লাল্লাহু পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী ১০০ বার পড়লে ১ লক্ষ ২৪ হাজার নেকি লাভ হয়।( রমজানের 70 গুণ, এজন্য রমজানে ১০০ বার পড়লে ১ লক্ষ ১৬৮০ হাজার নেকি লাভ হবে) (মুসলিম, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকীম, তারগীব)

৩) ২০ সেকেন্ডে ১০ লক্ষ - ৭ কোটি নেকি ১ লক্ষ গুনাহ মাফ হয়

لا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يَحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيُّ لا يَمُوتُ
  بِيَدِهِ الْخَيْرَ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرُ

উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহয়ী ওয়া হুওয়া হায়্যল্লামূতু। বিয়াদিহিল খাইরু ওয়াহুয়া আলা-কুল্লিসাইন কাদির।

ফজিলতঃ নবী করীম (সাঃ) এরশাদ করে বললেন, যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়া পড়বে আল্লাহ তা'আলা তাকে এক লক্ষ নেকি দান করবেন ও এক লক্ষ গুনাহ মাফ করবেন। এক লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন, জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন।(তিরমিযী, মিশকাত)

৪) দের মিনিটে কিভাবে 280 কোটি নেকি লাভ করা যায়

أَشْهَدُ أَنْ لا إِله إِلَّا اللهُ ، وَحْدَهُ لا شَرِيكَ لَهُ ، إِلهَا وَاحِداً أَحَداً صَمَداً لَمْ يَتَّخِذُ صَاحِبَةً وَلَا وَلَداً، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوا أَحَدٌ

উচ্চারণঃ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু ইলাহাও ওয়াহিদান আহাদান সমাধান লাম ইয়াওাখিজ সহিবাতাও ওয়ালা। ওয়ালাদাও ওয়ালা ইয়া কুল্লাহু কুফু ওয়ান আহাদ।

ফজিলতঃ নবী করিম (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি এই কালিমা দশবার পাঠ করবে আল্লাহ তা'আলা তাকে 4 কোটি নেকি দান করবেন, রমজানের 70 গুণ তাই 280 কোটি নেকি।(তারগিব, তাহরীম)
৫) এক মিনিটে কিভাবে ৪০ হাজার থেকে ২৮ কোটি নেকি লাভ করা যায়

لَا إِلَهَ إِلَّا اللهُ وَاحِدًا أَحَدًا صَمَدًا لَمْ يَتَّخِذُ صَاحِبَةً وَلَا وَلَدًا وَلَمْ
يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদান আহাদান সমাদান লাম ইয়াওাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদাও ওয়ালাম ইয়াআল্লাহু কুফু ওয়ান আহাদ।

ফজিলতঃ নবী করিম (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়ার দশবার পাঠ করবে সে ৪০ হাজার নেকি লাভ করবে।(এটি রমাদানের ৭০ গুণ তাই ২৮ লক্ষ নেকি লাভ করবে)।(ফাযায়েলে আমাল)

৬) 10 সেকেন্ডে কোন দরূদটি একবার পড়লে 60 লক্ষ নেকি হয়

اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ عَدَدَ مَا فِي عِلْمِ اللَّهِ صَلوةٌ دَائِمَةً بِدَوَامٍ مُّلْكِ اللَّهِ

উচ্চারণঃ আল্লাহুম্মা সাল্লিআলা সায়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মাফী ইলমিল্লাহি সালাতান দায়মান বিদাওয়া মি মুলুকিল্লহ।

ফজিলতঃ এই দরূদটি পাঠ করলে ৬০০০ হতে ৬ লক্ষ নেকি লাভ হবে।(ফাযায়েল আমল)

৭) কোন নামাজে প্রতি অক্ষরে 25 থেকে 4 লক্ষ কোটি নেকি হয়

উত্তরঃ হাদিস থেকে জানা গেছে যে, প্রতি অক্ষরের সর্বনিম্ন নেক ৭০ টি করে হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত হাদিস থেকে আরো জানা গেছে যে, মহল্লার মসজিদের নামাজ পড়লে প্রতি অক্ষরে বিনিময়ে ২৫ শত নেক। জুমার মসজিদে প্রতি অক্ষরে ৫০ হাজার নেকি। রমজানে প্রতি ইবাদত 70 গুণ বেশি।

কদরের রাতে আরো ৬০ হাজার গুন বেশি। আপনার ৪২০ কোটি রমজানে কদরে কাবা শরীফে পড়লে প্রতি অক্ষরের চার লক্ষ কোটি বিশ হাজার লক্ষ কোটি নেকি লাভ হয়। আল্লাহু আকবার।(কাজ্ঞুল উম্মাল)

৮) কোন রাতের চার রাকাত নামাজ, এক লক্ষ নেকি ১ লক্ষ গুনাহ মাফ হয়

উত্তরঃ জমাদিউসসানী মাসের প্রথম রাতে চার রাকাত নফল নামাজ পড়লে এক লক্ষ নেকি লাভ ও এক লক্ষ গুণা মাফ হয়ে যায়।(আনীছুল আরওয়া)

৯) ৬ মিনিটে কিভাবে ১ লক্ষ ৪০ হাজার নেকী লাভ করা যায়?

উত্তরঃ নবী করীম (সা.) এরশাদ করেন, যে ব্যক্তি সকালে ১০০ বার বিকালে -

১০০ বার سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِه সুবহা নাল্লাহি ওয়াবিহামদিহী পড়বে কিয়ামতের দিন তার চেয়ে শ্রেষ্ঠ আমল নিয়ে আর কেহই আসবে না এবং তাকে ১লক্ষ এক হাজার নেকী দেওয়া হবে। প্রত্যাহ এই দোয়া পাঠকারী সকল পাপই মিটিয়ে দেওয়া হবে যদিও তার গুনাহ্ সমুদ্রের ফেনার সমান হয়। (বুখারী, কাঞ্জুল উম্মাল)
১০) ৫ মিনিটের কোন আমলে ৮০ বছর ইবাদত ৮০ বছর এর গুনাহ্ মাফ হয়?

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلَّمَ تَسْلِيمَا

উচ্চারণঃ আল্লাহুম্মা ছাল্লিয়ালা মুহাম্মাদিনিন্নাবিয়্যিল উম্মিয়ী ওয়াআলা আলিহী ওয়া সাল্লিম তাসলীমা।

ফজিলতঃ নবী করীম (সা.) এরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আছর নামাজ পড়ে নিজ জায়গা থেকে উঠার পূর্বে এই দুরূদ ৮০ বার পড়লে ৮০ বছরের গুনাহ মাফ ও 80 বছরের ইবাদতের নেকি লাভ করে।(তাবারানী কুতনী, ফাযায়েল দরূদ)

লেখকের মন্তব্য

আজকের এই সকল দোয়া বা আমল গুলো বেশি বেশি করে পাক করবেন তাহলে আপনার আমলনামায় কোটি কোটি নেকি যোগ হবে। আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন’ অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান।

এমন আরো পোস্ট পেতে অবশ্য আমাদের ওয়েব সাইটটি ফলো করে রাখুন। আপনার কোন বিষয় জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

A2Z ফিউচারে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url